হার্দিক ও নাতাশা। ফাইল ছবি।
শেষ আপডেট: 18th July 2024 22:48
দ্য ওয়াল ব্যুরো: হার্দিক পাণ্ডিয়ার সময়টা সত্যিই ভাল যাচ্ছে না। এদিনই ভারতীয় দলের টি ২০ দলের অধিনায়ক তাঁকে করা হয়নি। তাঁর পরিবর্তে দলের দায়িত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব। এবার পারিবারিক জীবনেও বড় ঘটনা ঘটে গেল বৃহস্পতিবার।
হার্দিক ও তাঁর স্ত্রী নাতাশার চার বছরের সম্পর্কের ইতি ঘটে গিয়েছে। এদিন দুজনেই তাঁদের ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন, আমরা এবার থেকে আলাদা থাকব সিদ্ধান্ত নিলাম। নাতাশাকে বরং বেশি আবেগমুখর লেগেছে বার্তা দিতে গিয়ে। বিদেশিনী নাতাশা লিখেছেন, আমি ও হার্দিক দুজনেই চেষ্টা করেছিলাম সম্পর্ক টিকিয়ে রাখতে। কিন্তু সবটা ভাল হল না। আমাদের পথ আলাদা হয়ে গেল এবার থেকে। তবে আমাদের একমাত্র সন্তান পুত্র অগস্তকে দুজনে আলাদা থেকে বড় করে তুলব। আমার পুত্রের দায়িত্ব আমাদের দুজনেরই।
হার্দিক যখনই ভারতের হয়ে ম্যাচ খেলতেন, সেইসময় গ্যালারিতে হাজির থাকতেন নাতাশা। কিন্তু এবার আইপিএলের ম্যাচ কিংবা টি ২০ বিশ্বকাপের ম্যাচে হার্দিক পাশে পাননি স্ত্রীকে। সেই নিয়ে অবশ্য কেউ কাউকে কোনও অভিযোগ জানাননি।
নাতাশা নিজেই ইন্সটাগ্রামে পুত্রকে নিয়ে নানা ছবি পোস্ট করেছিলেন। হার্দিক যে ছবি দিয়েছিলেন, তাতেও ছিলেন না নাতাশা। তখনই জল্পনা ছিল, দুজনের বিবাহ বিচ্ছেদ সময়ের অপেক্ষা। সেটাই শেষমেশ হল লক্ষ্মীবারে।