শেষ আপডেট: 29th June 2023 10:54
দ্য ওয়াল ব্যুরো: শেষমেশ আশঙ্কাই সত্যি হল। বিয়ে ভাঙছে অভিনেতা জিতু কমল ও অভিনেত্রী নবনীতা দাসের। বৃহস্পতিবার দুপুরে নিজেই এ কথা জানিয়ে ফেসবুক পোস্ট করেন নবনীতা। এর আগেও তাঁদের একবার সংসার ভাঙার উপক্রম হয়েছিল। তবে সেসময় কোনওরকমে তা সামাল দেওয়া গেলেও, এবার আর সম্ভব হল না। দু’জনের মধ্যে কোনও তিক্ততা না রেখেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। একে অপরের প্রতি সম্মান জানিয়ে জিতু-নবনীতা যে সিদ্ধান্ত নিয়েছেন, তা দেখে দু’জনকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরাও।
নবনীতা লিখেছেন, ‘টেবিলে আর দু’টো করে প্লেট থাকবে না। একজনের জন্য বানানো গ্রিন টি আর দু’জনে মিলে ভাগ করে খাওয়া হবে না। তোয়ালে শেয়ার হবে না, সানস্ক্রিন ভাগাভাগি হবে না। কিছুই আর একসাথে হবে না। তবুও জানি এমতাবস্থায় আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছ। গ্যাস বুকিং থেকে মেডিক্লেম পে- সবটাই শিখিয়ে দিয়েছ। লেখার হাত আমার বরাবরই কাঁচা, এইটা তো তোমার কাজ ছিল। তাও নিজে একটু চেষ্টা করলাম। তবুও এটাই শ্রেয়, কারণ আমরা দু’জন দু’জনের সঙ্গে ভাল নেই। প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায়ের ইতিটা নয় এইভাবেই হোক। ভাল থাকো জিতু কমল।’
অন্যদিকে জিতুও এরপর নিজে একটি পোস্ট করেছেন ফেসবুকে। যা নিয়ে আবার নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। তিনি লিখেছেন, ‘তোমায় শুরুতেও আগলেছি, আজও আগলাবো। আগামীতে তাই করব। বাচ্চা বৌ। মিডিয়া বন্ধুদের কাছে ক্ষমাপ্রার্থী। একটু বোঝো তোমরা।’ যদিও সেই পোস্টে অনেকেই তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে প্রশ্ন করেছেন। কিন্তু জিতু সেই নিয়ে আর একবারও উচ্চবাচ্য করেননি। যার ফলে অনেকেই মনেই রহস্য দানা বাঁধছে।
উল্লেখ্য, ঠিক কী কারণে তাঁদের বিবাহ বিচ্ছেদ হচ্ছে তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, দিনকয়েক আগে নবনীতা দাসের ছবি ও নাম-সহ একটি প্রোফাইল এক অনলাইন ডেটিং সাইটে দেখা গিয়েছে। এবং সেই প্রোফাইলে ব্লু টিক (অর্থাৎ ভেরিফায়েড) ছিল। তবে সেটা সত্যিই নবনীতা দাসের কিনা, তা অবশ্য জানা যায়নি। এদিকে টলিউডের অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছে, ইন্ডাস্ট্রির এক নায়িকার সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন জিতু কমলও। তাঁর সঙ্গেই এইমুহূর্তে পরপর সিনেমা করছেন। যদিও পুরোটাই এখন জল্পনা-কল্পনার মধ্যে। এবং দু’জনের সাম্প্রতিক এই ফেসবুক পোস্টে তাতে আরও রং চড়ছে। তাই শেষ অবধি ঘটনার জল কোনদিকে গড়ায়, সেটাই দেখার।