শেষ আপডেট: 30th July 2024 20:33
দ্য ওয়াল ব্যুরো: জেল থেকে নাগরিক কর্তব্য পালন করতে চান শেখ শাহজাহান। চলতি অর্থবর্ষে আয়কর জমা দিতে চান তিনি। আয়কর রির্টানের সময়সীমা বাড়িয়ে ৩১ জুলাই করেছিল আয়কর বিভাগ। আগামীকাল বুধবার শেষ হতে চলেছে সময়সীমা। আর সেই প্রেক্ষিতে ইডি আদালতে আবেদন জানিয়েছেন শেখ শাহজাহান।
সন্দেশখালিকাণ্ডে জেলে রয়েছেন শেখ শাহজাহান। এদিন ব্যাঙ্কশাল আদালতে শাহজাহানের আইনজীবী জানান, ইডি শাহজাহানের ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে। শাহজাহানের ব্যাঙ্কের স্টেটমেন্ট পাওয়া যাচ্ছে না। ফলে আয়কর রিটার্ন জমা দিতে চাইলেও তাঁর মক্কেল তা জমা দিতে পারছেন না।
একইসঙ্গে ইডির কাছে শাহজাহানের একটি বিলাসবহুল গাড়িও আটক রয়েছে। সেই গাড়ি ফেরত চাইছেন সন্দেশখালির 'বেতাজ বাদশা'। এদিন ব্যাঙ্কশাল আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে আবেদন জানিয়েছেন শাহজাহানের আইনজীবী। যদিও বিচারক জানিয়েছেন, বিষয়টি আদালতের এক্তিয়ারভুক্ত নয়। প্রয়োজনে ইডির কাছে আবেদন করতে পারেন শাহজাহান। আগামী ২২ অগস্ট মামলার পরবর্তী শুনানি রয়েছে।
চলতি বছরের জানুয়ারি মাসে রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে আক্রান্ত হয় তিন ইডি আধিকারিক। শাহজাহান অনুগামীদের হামলার শিকার হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা। বেপাত্তা হয়ে যায় শেখ শাহজাহান। এরপরই দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে ওঠে সন্দেশখালির বিভিন্ন এলাকা। শাহজানের বিরুদ্ধে জমি দখল, নারী নির্যাতন সব ভূরি ভূরি অভিযোগ নিয়ে রাস্তায় আন্দোলনে নামেন গ্রামের মহিলারা।
৫৫ দিনের মাথায় শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ। পরে ইডি তাকে নিজেদের হেফাজতে নেয়। সন্দেশখালিতে জমি দখল সংক্রান্ত দুর্নীতি থেকে অন্তত ২৬০ কোটি টাকা উপার্জন করেছে শাহজাহান, আদালতে এমনই দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সেই সন্দেশখালির প্রাক্তন তৃণমূল নেতাই আয়কর রিটার্ন ফেরত দিতে চান।