শেষ আপডেট: 3rd April 2024 14:18
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালিতে ইডির উপর হামলার অভিযোগে ১৩ জনকে তলব করেছে ইডি। যাদের মধ্যে বুধবার নিজাম প্যালেসে হাজির হয়েছেন পাঁচ জন।
সিবিআই সূত্রের খবর, সন্দেশখালির বাসিন্দা তপন সর্দার, আব্দুল করিম, ইন্দ্রজিৎ হালদার, খোকন সর্দার সহ ১৩ জনকে তলব করা হয়েছে। বেশ কয়েকদিন আগে তাঁদের নোটিস দিয়ে কলকাতায় সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। এঁদের মধ্যে কয়েকজনকে বুধবার, আবার কাউকে কাউকে বৃহস্পতিবার হাজিরার কথা বলা হয়। সেই মতো বুধবার সিবিআইয়ের তলবে কয়েকজন সন্দেশখালির গ্রামবাসী নিজাম প্যালেসে হাজির হন। এদিন বেলা ১১ টার খানিক আগে থেকেই তাঁদের কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির অফিসে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালির সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু তল্লাশি তো দূরস্থ, শাহজাহানের অনুগামীদের হামলায় গুরুতর আহত হন তিন ইডি আধিকারিক। সেই ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে সিবিআই।
অন্যদিকে, ইডির উপর চড়াও হওয়ার অভিযোগে সাত জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। এদিকে সন্দেশখালিকাণ্ডে প্রকৃত অভিযুক্তদের পরিবর্তে পুলিশ নিরীহ সাত গ্রামবাসীকে গ্রেফতার করেছিল বলে অভিযোগ উঠেছিল। এরপর গত ২৮ মার্চ ওই ঘটনায় ধৃতদের মধ্যে সাইফুদ্দিন মোল্লা, সুকোমল সর্দার, মেহেবুর মোল্লারের গোপন জবানবন্দি চেয়ে আদালতে আবেদন জানায় সিবিআই। গত ১ এপ্রিল বসিরহাট আদালতে জেলাশাসকের উপস্থিতিতে ওই তিন ধৃতের গোপন জবাববন্দি নেওয়া হয়।
সন্দেশখালি কাণ্ডে গত ২৯ ফেব্রুয়ারি শাহজাহানকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ। আদালতের নির্দেশে সিবিআইয়ের হাত ঘুরে শাহজাহান এখন ইডির হেফাজতে। এদিকে বুধবার মেডিক্যাল পরীক্ষার জন্য সন্দেশখালির তৃণমূল নেতাকে ইএসআই হাসপাতালে নিয়ে গিয়েছিল ইডি। সেখান থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের দেখে শাহজাহানকে চিৎকার করে বলতে শোনা যায়, "আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।"