শেষ আপডেট: 30th May 2024 21:32
দ্য ওয়াল ব্যুরো: অর্থ তছরূপ মামলায় সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান-সহ চারজনের বিরুদ্ধে বৃহস্পতিবার কলকাতার সিবিআই আদালতে ইডির তরফে নতুন করে অতিরিক্ত চার্জশিট দাখিল করা হল।
ইডির দাবি, জমি-ভেড়ি দখল, জোর করে টাকা আদায়-সহ বিভিন্নভাবে সন্দেশখালিতে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিল শাহজাহান, তার ভাই এসকে আলমগীর, শিব প্রসাদ হাজরা এবং দিদার বক্স মোল্লা।
এর আগে গত ২৭ মে আদালতে জমা দেওয়া চার্জশিটে তদন্তকারী সংস্থা ইডি জানিয়েছিল, জমি দখল এবং তোলাবাজি করে প্রায় ২৬১ কোটি টাকার সম্পত্তি করেছেন শাহজাহান। তবে এই সম্পত্তির পরিমাণ আরও বাড়তে পারে বলে তখনই জানিয়েছিলেন আধিকারিকরা।
এদিন জমা দেওয়া অতিরিক্ত চার্জশিটে তদন্তকারী সংস্থার দাবি, শাহজাহান ও তাঁর সাঙ্গপাঙ্গোদের সাম্রাজ্য মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৮৮.২০ কোটি টাকা!
ED, Kolkata has filed Prosecution Complaint before the Hon’ble Special Judge, CBI–I, Bichar Bhavan, Kolkata against Sk Sahajhan, Sk Alomgir, Shib Prasad Hazra and others under the PMLA, 2002 in a money laundering case against Shahajahan Seikh and others.
— ED (@dir_ed) May 30, 2024
তদন্তে নামার পর দফায় দফায় শাহজাহানের বিপুল সম্পত্তি হদিশ পেয়েছেন ইডির আধিকারিকেরা। সর্বপ্রথম গত ৫ মার্চ শাহজাহানের ১২.৭৮ কোটি টাকা বাজেয়াপ্ত করে ইডি। এরপর আরও এক দফায় তাঁর ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তিন কোটি ৭৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে তারা। শাহজাহানের সম্পত্তি হিসেবে ৩৮.৯০ বিঘা জমিও বাজেয়াপ্ত করা হয়েছিল, যার বাজারদর ১০ কোটি ৫০ লক্ষ টাকা।
সম্প্রতি এলাকায় তদন্তে গিয়ে শাহজাহান ও তার সাগরেদদের আরও সম্পত্তির খবর জানতে পারে তদন্তকারীরা। এ ব্যাপারে তদন্তকারী সংস্থার কাছে কয়েকজন অভিযোগও জমা করেছিল। তদন্তে নেমে সে বিষয়েই আদালতে চার্জশিট দাখিল করল ইডি।
শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে সন্দেশখালিতে নারী নির্যাতন থেকে শুরু করে জমি দখলের অভিযোগ উঠেছে। যদিও ভোটের মাঝে পরপর ভাইরাল হওয়া ভিডিও সেই সব অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তোলে। কারণ, ভিডিওগুলিতে দাবি করা হয়েছে, টাকা দিয়ে ভুয়ো ধর্ষণের অভিযোগ করানো হয়েছিল। বিজেপির নেতারা এই ঘটনার নেপথ্যে রয়েছে। তবে কোনও ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।