শেষ আপডেট: 5th September 2024 21:48
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনকে 'জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর', করার সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার নতুন অফিসে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
চলতি বছরের জুলাইয়ে বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সূচনা হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র জনতার দাবি, অভ্যুত্থান মোকাবিলায় পুলিশ গুলি চালালে ৮০০ মানুষ নিহত হন।
যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইঁয়া জানান, গণভবনের জাদুঘরে বিপ্লবের যাবতীয় উপকরণ রাখা থাকবে।
প্রসঙ্গত, ৫ অগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পর গণভবনে ব্যাপক লুটপাট চালায় জনতা। ভাঙচুরও করা হয়।