শেষ আপডেট: 12th January 2022 09:52
দ্য ওয়াল ব্যুরো: সেতুর রেলিং বেয়ে উঠে গঙ্গায় ঝাঁপ দেওয়ার চেষ্টা করছেন এক যুবক তা আগেই নজরে এসেছিল পুলিশের। দ্বিতীয় হুগলি সেতুর নীচ দিয়ে তখন গঙ্গায় টহল দিচ্ছিল হাওড়া সিটি পুলিশের ‘নিউ আবাদ’ নামে একটি লঞ্চ। যুবককে ঝাঁপ দিতে দেখেই এগিয়ে আসে লঞ্চটি। পুলিশি তৎপরতায় প্রাণ বাঁচে যুবকের। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম বিকাশ বিশ্বাস (২৮)। তিনি অসমের বাসিন্দা। রবিবার দুপুরের দিকে দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন যুবক। তবে ঝাঁপ দেওয়ার পরে জলে না পড়ে গঙ্গার পাড়ে গিয়ে পড়েন বিকাশ। দূর থেকে লঞ্চে থাকা পুলিশকর্মীরা দেখেন সেতু থেকে ওই যুবক গঙ্গায় পাড়ে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন পুলিশকর্মীরা। হাওড়া সিটি পুলিশের ‘কিরণ’ অ্যাম্বুল্যান্সে করে ওই যুবককে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। এখন সেখানেই তিনি চিকিৎসাধীন। যুবকের অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের মনে হয়েছে, মানসিক অবসাদ থেকেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। গত বছরই দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় দুঃসাহসিক ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যান এক যুবক। ভিডিও বানানোর জন্য দ্বিতীয় হুগলি সেতুর উপর থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার পরিকল্পনা ছিল পাঁচ বন্ধুর। মোবাইলে ভিডিও ক্যামেরা অন করে সেতুর উপর থেকে গঙ্গায় ঝাঁপ দেন দু’জন। কিন্তু একজন তলিয়ে যান গঙ্গায়। দ্বিতীয় হুগলি সেতুর উপরে যথেষ্ট নজরদারি থাকে। কিন্তু তারপরেও কীভাবে তাঁরা সেখানে গিয়ে ঝাঁপ দেন সে নিয়ে প্রশ্ন ওঠে। সেই ঘটনার পরে পুলিশি নজরদারি বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু তারপরেও ফের আত্মহত্যার চেষ্টা করলেন একজন। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'