শেষ আপডেট: 13th September 2018 12:54
দ্য ওয়াল ব্যুরো: বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতুতে দু চাকার গাড়ির উপর আর নেওয়া হবে না টোল ট্যাক্স। বৃহস্পতিবার নবান্নে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন নবান্নে তিনি বলেন, বিদ্যাসাগর সেতুতে দিনে প্রায় তিন কোটি গাড়ি চলাচল করে। তার মধ্যে প্রায় ৯০ লক্ষ দু চাকার স্কুটার ও বাইক চলাচল করে রোজ। টোল দেওয়ার জন্য লাইন দিতে হয় বলে যানজটের পরিমাণ বাড়ে বলে জানান মুখ্যমন্ত্রী। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে দু চাকার গাড়ি অর্থাৎ বাইক ও স্কুটারের কাছ থেকে আর কোনও টোল ট্যাক্স নেওয়া হবে না। আগামী ১ অক্টোবর থেকে বাইক, স্কুটারের মতো দু’চাকার গাড়িগুলিতে দিতে হবে না কোনও টোল চার্জ। মুখ্যমন্ত্রী বলেন, বিদ্যাসাগর সেতুতে টোল দেওয়ার সময় লম্বা লাইনের ঝামেলা কাটাতেই এই পদক্ষেপ করছে রাজ্য সরকার। এ জন্য রাজ্য সরকারের কয়েক কোটি টাকা রাজস্ব ঘাটতি হবে। কারণ বিদ্যাসাগর সেতুতে দু’চাকার যানে ৫ টাকা করে টোল চার্জ দিতে হয়। অর্থাৎ দু চাকার যান থেকেই প্রতিদিন প্রায় সাড়ে ৪ কোটি টাকা আয় করে সরকার। ফলে টোল চার্জ উঠে গেলে রাজস্ব আদায়ে ঘাটতি হবে বলে জানান তিনি। তা সত্বেও টোল দেওয়ার জন্য যানের দীর্ঘ লাইন এবং মানুষের বিরক্তি দূর করতেই রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। টোল ফ্রি দু’চাকার যানের জন্য আলাদা লেনও করা হবে, বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে।