শেষ আপডেট: 25th November 2018 08:14
দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগে দ্বিতীয় হুগলি সেতুর কাছে কোনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মারা গেছিল ২ জন। রবিবার ছুটির দিনে সাত সকালে দ্বিতীয় হুগলি সেতুতে ঘটল দুর্ঘটনা। সেতুর উপর দাঁড়িয়ে থাকা একটা কন্টেনারকে সজোরে ধাক্কা মারল একটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাড়ির চালকের। আরোহী আরও চারজন গুরুতর জখম। তাঁদের ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, রবিবার ভোরবেলা হাওড়া থেকে কলকাতার দিকে আসছিল গাড়িটি। দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটা কন্টেনারে ধাক্কা মারে গাড়িটি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, খুব জোরে আসছিল গাড়িটি। গতি এতটাই বেশি ছিল যে, কন্টেনারে ধাক্কা মারার পর সেটি দুমড়ে-মুচড়ে যায়। বেশ কিছুটা দূরে ছিটকে পরে গাড়িটি। ঘটনাস্থলেই মারা যান গাড়িটির চালক।