শেষ আপডেট: 13th September 2018 06:21
দ্য ওয়াল ব্যুরো: মাঝেরহাট সেতু বিপর্যয়ের ঘটনা বেশ কিছুদিন কেটে গেছে। কিন্তু তার প্রভাব এখনও ভালোমতোই বোঝা যাচ্ছে শহরের অন্যান্য রাস্তায়। বৃহস্পতিবার সকাল থেকেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে দ্বিতীয় হুগলি সেতুতে। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, হাওড়ার দিক থেকে গাড়ি কলকাতার দিকে ঢুকতে পারছে না। কলকাতার দিক থেকে গাড়ির চাপ রয়েছে হাওড়াতেও। অতি ধীর গতিতে চলছে গাড়ি। সাঁতরাগাছি ব্রিজ পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। সকালে অফিস যাত্রীরা রাস্তায় বের হতেই সমস্যা আরও বাড়তে থাকে৷ অভিযোগ, স্কুল, কলেজ, অফিস যাওয়ার জন্য গাড়ি পাওয়া যাচ্ছে না৷ পেলেও ভাড়া আকাশছোঁয়া বলে দাবি করেছেন বেশ কিছু যাত্রী৷ তার মধ্যে বৃহস্পতিবার গনেশ পুজো থাকায় বেশ কিছু জায়গায় রাস্তার উপর প্যান্ডেল তৈরি করা হয়েছে। ফলে কিছু কিছু জায়গায় যানবাহনকে ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার ফলে যান চলাচল ব্যহত হচ্ছে বলেও জানানো হয়েছে ট্রাফিক পুলিশের তরফে। সকালে এই সমস্যার কারণে বেশিরভাগ মানুষকেই হাঁটা পথে এগোতে হয়৷ সারি দিয়ে আটকে পণ্যবাহী লরি-ট্রাক৷ কোনা এক্সপ্রেসওয়েতে গাড়ির লম্বা লাইন৷ কলকাতায় ঢোকার রাস্তা প্রায় সব বন্ধ৷ হাওড়া থেকে কলকাতায় ঢুকতে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের ৷ পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে৷ আপাতত যতদিন না দ্বিতীয় হুগলি সেতুর উপর গাড়ির চাপ কমছে ততদিন কলকাতায় ঢোকার জন্য হাওড়া ব্রিজ ব্যবহারের পরামর্শ দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ৷ মাঝেরহাটে সেতু বিপর্যয়ের পর থেকে প্রায় নিত্যদিনই কমবেশি যানজট দেখা দিচ্ছে হাওড়ায়। গত সপ্তাহে বৃহস্পতিবারের পর ফের আবারও একই দৃশ্য ফুটে উঠল নিত্যযাত্রীদের সামনে৷ অভিযোগ, হাওড়া থেকে কলকাতায় প্রবেশ পথে সমস্যায় পড়তে হয়েছে সাধারণ যাত্রীদেরও।