শেষ আপডেট: 6th June 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা দ্বিতীয় হুগলি সেতুতে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কন্টেনার বোঝাই ট্রেলার ধাক্কা মারে একটি দুধের গাড়িকে। প্রচণ্ড গতির ট্রেলারের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় দুধের গাড়িটি। দুর্ঘটনায় গুরুতর জখম হন গাড়ির চালক-সহ তিন জন। ঘটনার পর বেশ কয়েক ঘণ্টা সেতুতে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ সূত্রে খবর, কলকাতার দিক থেকে আসছিল ট্রেলারটি। সেতুতে ওঠার পরই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। পরে ডিভাইডার ভেঙে চলে যায় অন্য লেনে। সেখানে একটি দুধের গাড়িকে ধাক্কা মারে। সংঘর্ষে উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। জখম হন গাড়ির চালক সহ আরও একজন। অন্যদিকে গুরুতর জখম ট্রেলারের চালকও। প্রত্যক্ষদর্শীদের কথায়, দুই গাড়ির চালকদেরই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। ঘটনার পরই সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তৈরি হয় তীব্র যানজট। পরে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু'টিকে সরিয়ে নিয়ে গেলে ফের যান চলাচল স্বাভাবিক হয়।