শেষ আপডেট: 12th March 2024 13:10
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের প্রার্থী ঘোষণার পরেই বিষ্ণুপুরের রাজনীতির ময়দানে ঝড় উঠেছে। এবার লোকসভার নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি নেতা সৌমিত্র খাঁয়ের সঙ্গে মুখোমুখি লড়াই হবে তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের। সুজাতা তৃণমূলের প্রার্থী।
মঙ্গলবার ময়নাপুরে প্রচারে গিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে সৌমিত্র খাঁ বলেন, "তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে আসে তাহলে চোখ উপড়ে নেওয়ার ক্ষমতা আমি রাখি।"
শুধু তাই নয়, সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েও নিজের মন্তব্যে অনড় থাকেন সৌমিত্র। সেখানে হুমকির সুরে তিনি বলেন, "তৃণমূল কংগ্রেস এখন অনেক বাচ্চা। এখানে পঞ্চায়েত ভোটে একটা মানুষ ভোট দিতে পারেনি। মানুষ কি ছেড়ে দেবে নাকি? তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে বলছি, তৃণমূল কংগ্রেস আমাদের কর্মীদের উপর যদি একটা আঘাত করে তাহলে তাদের চোখ উপড়ে নেওয়ার পরিস্থিত হবে।" প্রকাশ্য সভা থেকে বিজেপি নেতার এমন মন্তব্যে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে বিষ্ণুপুরে।
প্রাক্তন স্বামী তথা বিজেপি নেতা সৌমিত্র খাঁয়ের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তিনি বলেন, "চোখ উপড়ে নেওয়া, মানুষের মাথা কেটে নেওয়া, হাত-পা ভেঙে দেওয়ার বাইরে উনি কী কাজ করতে পারেন, তা আমার জানা নেই। দীর্ঘদিন এইরকম ভাবে আমাকে ঘরে অত্যাচার করত। তাই প্রাণ ভয়ে আমি বেরিয়ে এসেছি।"
সুজাতা আরও বলেন, "দীর্ঘ ১০ বছর ধরে তাঁকে ময়নাপুরে এলাকায় দেখা যায়নি। এখন নির্বাচন এসছে তাই ময়নাপুরে গিয়ে ময়না সাজতে গিয়েছেন। কিন্তু কোনও লাভ হবে না।"
মঙ্গলবার জয়পুর ব্লকের ময়নাপুর এলাকায় নির্বাচনী প্রচার করেছেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। দলীয় কর্মীদের নিয়ে একটি পথসভাও করেন। বিজেপি প্রার্থীর এই মন্তব্য নিয়ে তৃণমূলের পাল্টা কটাক্ষ, এত দিন ময়নাপুরে পা রাখেননি সৌমিত্র। এখন ভোটের বাজার গরম করতে এই ধরণের মন্তব্য করছেন। মানুষকে এর জবাব দিতে হবে।