শেষ আপডেট: 29th April 2024 14:40
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: 'গীতাই সত্য', তাই হাতে গীতা। তিনি যে বাঙালি, পরনে তাই ধুতি-পাঞ্জাবি। একেবারে তিথি মেনে মনোনয়ন জমা দিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী।
মনোনয়ন পর্বের প্রথমদিনই চমক দিলেন সৌমিত্র খাঁ। দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সোমবার সকাল সকাল পৌঁছে গেলেন বাঁকুড়ার এক্তেশ্বর মন্দিরে। সঙ্গে ছিল পরিবারের সদস্যরাও। সেখানে পুজো দিয়ে তারপরেই রওনা হন জেলাশাসকের অফিসের দিকে। পোশাকে ছিল চমক। সাদা ধুতি এবং হলুদ পাঞ্জাবি। গলায় গেরুয়া উত্তরীয়। হাতে গীতা।
সৌমিত্র বলেন, "আমি বাঙালি। একসময় ধুতি তো বাঙালির প্রধান পরিচ্ছদ ছিল। সেই সংস্কৃতিকে ফিরিয়ে আনতেই ধুতি পরে মনোনয়ন দিতে এলাম। আর গীতা তো সত্যের সঙ্গে থাকার পরামর্শ দেয়। ভারতীয় জনতা পার্টিও মনে করে, সত্যের জয় নিশ্চিত। তাই গীতা হাতেই এলাম মনোনয়ন দিতে। আমি জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাসী, তাই তিথি মেনেই মনোনয়ন পেশ করলাম।"
এদিন এক্তেশ্বর মন্দিরে পুজো দিয়ে বাঁকুড়ার তামলিবাঁধ থেকে ঢাক-ঢোল বাজিয়ে দলের নেতাকর্মীদের নিয়ে র্যালি করে মাচানতলা আসেন। সেখান থেকে জেলাশাসকের অফিস চত্বরে আসেন মনোনয়ন পেশ করতে। রবিবার সন্ধেতেই সৌমিত্র খাঁর প্রচার মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে। অভিযোগ, সৌমিত্র খাঁর মিছিল গঙ্গাজলঘাটির তৃণমূল কার্যালয়ের সামনাসামনি আসতেই বেশ কিছু তৃণমূল কর্মী সৌমিত্র খাঁকে কালো পতাকা দেখাতে থাকেন। খাঁ গো ব্যাক স্লোগানও দেন তাঁরা। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত বিজেপি কর্মীরা তৃণমূলের কার্যালয়ে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় বলেও অভিযোগ। পরে গঙ্গাজলঘাটি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।