শেষ আপডেট: 20th December 2022 13:13
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: একুশের বিধানসভা নির্বাচনের মাসখানেক আগে কার্যত সিনেমা হয়েছিল তপসিয়ার তৃণমূল ভবনে। সেদিন হঠাৎ একটা এসইউভি গাড়ি এসে থামে তৃণমূলের সদর দফতরের সামনে। তার সামনের আসন থেকে নামেন কুণাল ঘোষ, পিছনের সিট থেকে সুজাতা মণ্ডল। ১৯ এর লোকসভা ভোটে বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ-কে (Saumitra Khan) কার্যত একার দায়িত্বে জেতান সুজাতা। সেই তিনি স্বামীর পাশে ছেড়ে ভোটের আগে তৃণমূল ভবনে কী করছেন! জল্পনায় তোলপাড় হয়ে যায় রাজনৈতিক মহল। সেদিন ফুল বদলে পদ্ম ছেড়ে জোড়াফুলে যোগ দিয়েছিলেন সুজাতা। এর ঘণ্টাখানেক পর হাউ হাউ করে কাঁদতে কাঁদতে সাংবাদিক সম্মেলন করেন সৌমিত্র খাঁ। মনের বিচ্ছেদ সেদিনই হয়ে গিয়েছিল এই রাজনৈতিক দম্পতির। এবার আইনি সিলমোহরের জন্য আদালতের দ্বারস্থ হলেন দু'জনে।
এতোদিন সুজাতা-সৌমিত্রর একপাক্ষিক ডিভোর্সের মামলা চলছিল। মঙ্গলবার তাঁরা মিউচুয়াল ডিভোর্সের আবেদন জানালেন আদালতে। আর সেই উপলক্ষে বাঁকুড়া শহরে এসে তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল (Sujata Mondal) জানালেন, "ডিভোর্স (Mutual Consent Divorce) আগেই হয়ে গেছে, এখন শুধু আইনি সিলমোহর পড়া বাকি।"
২০১৯ এর লোকসভা ভোটের ঠিক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। ওই একই কেন্দ্রে তাঁকে প্রার্থী করে পদ্ম শিবির। কিন্তু আদালতের নির্দেশে সে সময় নিজের নির্বাচনী কেন্দ্রে প্রচারে যেতে পারেননি সৌমিত্র। তাঁর হয়ে যাবতীয় দায়িত্ব ঘাড়ে তুলে নেন স্ত্রী সুজাতা। সেই প্রথম প্রচারের আলোয় আসেন তিনি। কার্যত স্ত্রী সুজাতার প্রচারে ভর করেই লোকসভা নির্বাচনে জিতে যান সৌমিত্র। তারপর বেশ চলছিল। কিন্তু ২০২১ এর বিধানসভা ভোটের আগে হঠাৎই ছন্দপতন ঘটে। স্বামীর দল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সুজাতা।
এরপর অস্রুসজল চোখে সৌমিত্র খাঁ'র সাংবাদিক বৈঠকের কথা আশা করা যায় বঙ্গবাসী ভোলেনি। সেই সাংবাদিক বৈঠকেই সৌমিত্র জানিয়েছিলেন, তিনি সুজাতার সঙ্গে সব সম্পর্ক ছেদ করবেন। ডিভোর্স দেবেন স্ত্রীকে।
এরপর বাঁকুড়া জেলা আদালতে ডিভোর্সের মামলাও করেন সৌমিত্র খাঁ। যদিও সুজাতা প্রথমে জানিয়েছিলেন তিনি ডিভোর্স দেবেন না। কিন্তু এরপর ময়ূরাক্ষী দিয়ে বহু জল গড়িয়ে গিয়েছে। সুজাতা মণ্ডল প্রকাশ্যেই সৌমিত্রকে আক্রমণ করেছেন। পরে মত বদলে তিনিও ডিভোর্সের সিদ্ধান্ত নেন।
অতীত সম্পর্কে পাকাপাকি ইতি টানতেই সুজাতা-সৌমিত্র মিউচুয়াল মিউচুয়াল ডিভোর্সের সিদ্ধান্ত নেন। সেইমতো মঙ্গলবার দু'পক্ষ বাঁকুড়া জেলা আদালতে হাজির হয়ে আবেদন জানান। সুজাতা মণ্ডল সশরীরে হাজির থাকলেও বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ আসেননি। বদলে তাঁর আইনজীবী সোমনাথ রায়চৌধুরী উপস্থিত ছিলেন। দু'পক্ষের সম্মতিতে মঙ্গলবার থেকে বাঁকুড়া আদালতে এই রাজনীতিবিদ দম্পতির বিচ্ছেদ মামলার শুনানি শুরু হল।
পার্কিংয়ের জায়গা থেকে কাটা মুণ্ডু উদ্ধার, শহর জুড়ে চাঞ্চল্য মালদহে