শেষ আপডেট: 26th March 2024 19:43
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: গোটা রাজ্যে সোমবার দোল উৎসব পালিত হয়েছে। রাজ আমলের প্রথা মেনে বর্ধমানে মঙ্গলবার দোল। এদিন সকাল থেকেই এই সুযোগ কাজে লাগাতে চাইলেন সব পক্ষই। অতএব হোলির রঙে মিশে গেল রাজনীতির রঙ।
এমন রঙিন দিনেও প্রাক্তন স্ত্রীকে খোঁচা দিতেও ছাড়লেন না সাংসদ সৌমিত্র খাঁ। কলতলায় ঝগড়া করতে পারে এমন প্রার্থী দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস, এভাবেই সুজাতা মণ্ডলকে খোঁচা দিলেন সৌমিত্র। মঙ্গলবার পূর্ব বর্ধমানের গলসিতে মন্দিরে পুজো দিয়ে সৌমিত্র খাঁ তাঁর নির্বাচনী প্রচার শুরু করেন। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র মন্দির চত্বরেই পুজো দিতে আসা মানুষদের সঙ্গে কথা বলেন।
গলসি ২ নম্বর ব্লকের ইশান মা চণ্ডীতলায় এসে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলকে কটাক্ষ করে সৌমিত্র খাঁ বলেন, "উনি কতটা মানুষের সঙ্গে থাকেন জানি না, আমার নাম নিয়ে এগিয়ে যেতে চাইছেন। শেষে সাপ মারতে গিয়ে শিবকেও মেরেছেন। কিন্তু এটা কোনও ব্যক্তি লড়াই নয়, এটা তৃণমূল কংগ্রেস বনাম ভারতকে শক্তিশালী করার লড়াই। আমরা ভারতবর্ষকে শক্তিশালী করার পক্ষে। উনি চোরেদের দলে প্রার্থী হয়েছেন।"
সবাই এদিন নিজের মুডে ছিলেন। যেমন কীর্তি আজাদ। এদিন তিনি বলেন, "দিলীপ ঘোষ অনেক কথাই বলতে পারেন। ছক্কা মারবেন। এই করবেন। সেই করবেন। ওটা অহংকারের প্রকাশ। বিজেপি দলটাই অহংকারী। উনি কি মেদিনীপুর থেকে কর্মকর্তা নিয়ে আসবেন? আমার সাথে বিধায়ক আছেন, কর্মীরা আছেন।" এদিন বর্ধমানের কাঞ্চননগরে প্রচারে আসেন তিনি। পুজো দেন কঙ্কালেশ্বরী মন্দিরে৷ তারপর খোল গলায় ঝুলিয়ে এলাকা পরিক্রমা করেন। দিলীপ ঘোষের বিরুদ্ধে চোখা ভাষায় আক্রমণ শানালেও তাঁকে হোলির শুভেচ্ছাও জানান তিনি।
সৌজন্যের আবহে প্রচারে খামতি রাখতে চাইলেন না দিলীপ ঘোষও। যেহেতু এদিন বর্ধমানে হোলি উৎসব পালন করা হয় তাই ১০৮ শিব মন্দিরে পুজো দিলেন। এরপর শহরের কার্জনগেটের পাশে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রং খেলায় মেতে ওঠেন। বলেন, "আমার সৌভাগ্য যে আমি বর্ধমানে দোলে অংশ নিতে পেরেছি। কয়েকদিন ধরেই প্রার্থী ঘোষণা হবে বলা হলেও তা বারেবারে পিছিয়ে যাচ্ছিল। তবে দোলের আগে নাম ঘোষণা হয়েছে। আমি খুব খুশি।"
সৌজন্যের ছোঁওয়া রায়নাতেও। রায়নায় প্রচারে এলেন বর্ধমান পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকার। ব্লক সভাপতি বামদেব মণ্ডলকে নিয়ে রায়নার নাড়ুগ্রাম থেকে প্রচার শুরু করেন। সেখান থেকে বেশ কয়েকটি গ্রাম হয়ে সেহারা অঞ্চলেও প্রচার সারেন। দাবি করলেন, জিতবেন তিনিই। তাঁর নামে প্রতিদ্বন্দ্বী বিজেপির অসীম সরকার যে গান বেঁধেছেন কানে এসেছে। এ প্রসঙ্গে বলেন, "উনি বয়স্ক মানুষ। যা বলছেন বলুন। জয় আমারই হবে।"
দিনভর সৌজন্য থাকলেও বেলা গড়াতেই অবশ্য তাল কাটল। বর্ধমানের লোকো আমবাগান এলাকায় দিলীপ ঘোষের অনুষ্ঠান শেষে তৃণমূল কর্মীদের সঙ্গে বাদানুবাদ হয়। দিলীপ ঘোষকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ। দিলীপবাবু ঘটনাস্থল থেকে চলে যান। তৃণমূল কংগ্রেসের স্লোগান চলতে থাকে। জানা গেছে, দিলীপ ঘোষের নামে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।