শেষ আপডেট: 29th March 2024 14:26
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: চটুল নাচের মঞ্চে তৃণমূল নেতার ভাইরাল ভিডিও নিয়ে এবার বিষ্ণুপুরে তুমুল চর্চা শুরু হয়েছে। বিজেপি-তৃণমূল প্রার্থীরা এই বিষয়ে নিয়ে একে অপরকে কাদা ছোড়াছুড়িতে নেমে পড়েছেন। বিজেপির দাবি, সন্দেশখালির মতো ইন্দাস ব্লকেও একই ঘটনা ঘটেছে।
সোশ্যাল মিডিয়া ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, ইন্দাস ব্লকের মঙ্গলপুর পঞ্চায়েতের জুতবিহার বুথের তৃণমূল সভাপতি মনোরঞ্জন নন্দী মঞ্চে উঠে একজন মহিলার হাত ধরে নাচছেন। ভোটের বাজারে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
এ প্রসঙ্গে বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বলেন, 'তৃণমূল কংগ্রেস সবকিছুতেই শালীনতার সীমা ছড়িয়ে যায়। সন্দেশখালিতে যারা মা বোনের উপর অত্যাচার করেছে সে দলের ইন্দাসের বুথ প্রেসিডেন্ট চটুল নৃত্য করবেন, এটাই প্রত্যাশিত। তৃণমূল কংগ্রেস দিশা হারিয়েছে। তারা ভোগ বিলাসে পুরোপুরি ডুবে গেছে। তাই তারা গ্রামের মা বোনেদের ছাড়ছে না। ইন্দাসে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত লজ্জার।'
এখানেই থামেননি সৌমিত্র তিনি নাম না করে এই বিষয়ে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকেও আক্রমণ করেন। বলেন, 'ইন্দাসে যে তৃণমূল প্রার্থী প্রচারে গেছিলেন তাঁকে একবার ভিডিওটা দেখান। তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে অশ্লীল নাচ নাচচ্ছেন, সেটার বিষয়ে উনি বলতে পারবেন।'
বিষয়টি নিয়ে সুজাতা মণ্ডলকে প্রশ্ন করলে তিনি বলেন, 'চালুনি ছুঁচের বিচার করছেন। দলের কোনও নেতা যদি অনুষ্ঠানে নেচে থাকেন, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। আমার কিছুর বলার নেই।'