শেষ আপডেট: 24th July 2024 15:55
দ্য ওয়াল ব্যুরো: বুধবার লোকসভায় বাজেট বিতর্ক চলাকালীন ধুন্ধুমার বেঁধে গেল।
মঙ্গলবার লোকসভায় সাধারণ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বুধবার থেকে সেই বাজেটের উপর বিতর্ক শুরু হয়। তৃণমূলের পক্ষ থেকে এদিন বাজেট বিতর্কে অংশ নেন দলের ডায়মন্ড হারবারের সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন ট্রেজারি বেঞ্চের দিক থেকে বার বার বাধা দেওয়া হচ্ছিল। এমন সময়ে অভিষেক বলেন, এই বাজেটের মাধ্যমে দেশের বিপুল জনগোষ্ঠীর প্রতি ‘বঞ্চনা’ করা হয়েছে। এর পরই সৌমিত্রর দিকে উদ্দেশ করে অভিষেক বলেন, ঠিক যেমন মাননীয় সাংসদ তাঁর স্ত্রীকে বঞ্চিত করেছেন।
সৌমিত্রর প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডল খাঁ এখন তৃণমূলের বাঁকুড়া জেলা পরিষদের সদস্য। লোকসভা ভোটে বিষ্ণুপুর লোকসভা আসনে সৌমিত্রর বিরুদ্ধে তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল।
এদিন অভিষেক এই খোঁচা দিতেই সৌমিত্র সহ বিজেপি সাংসদদের কয়েকজন ওয়েলে নেমে পড়েন। তাঁরা অভিষেকের কথায় আপত্তি জানান। এই সময়ে স্পিকারের আসনে বসেছিলেন, সাংসদ দিলীপ সাইকিয়া। তিনি বলেন, অভিষেকের এই মন্তব্য লোকসভার রেকর্ড থেকে বাদ যাবে। সৌমিত্রকেও তাঁর আসনে ফিরে যেতে বলেন পীঠাসীন স্পিকার।
এরই মধ্যে লোকসভার স্পিকার ওম বিড়লা সভায় পৌঁছে যান। অভিষেক তাঁকে উদ্দেশ করে বলেন, আপনি সভার স্পিকার। আপনি বলছেন, সংসদের যিনি সদস্য নন তাঁর সম্পর্কে সংসদে কিছু বলা যাবে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই সভার সদস্য নন। কেন তাঁর নাম করা হচ্ছিল এখানে। সুতরাং আপনি আগে ওঁদের ক্ষমা চাইতে বলুন। তার পর আমার বক্তৃতা শুরু করব।
স্পিকার ওম বিড়লা সব শুনে অভিষেককে বলেন, আপনি স্পিকারকে নির্দেশ দিতে পারেন না। উনি যে কথা বলেছেন, তাও রেকর্ড থেকে বাদ দিচ্ছি। আপনার কিছু বলার থাকলে বলুন, নাহলে বক্তৃতা শেষ হয়ে গেলে বসে পড়ুন। অভিষেক কথা না বাড়িয়ে এর পর তাঁর বক্তৃতা ফের শুরু করেন।