শেষ আপডেট: 26th June 2024 20:29
দ্য ওয়াল ব্যুরো: বহু বছর ধরে বন দফতরের ফরেস্ট গার্ড ও হেড ফরেস্ট গার্ডের অনেকগুলি পদ শূন্য পড়ে রয়েছে। ওই পদগুলিতে নিয়োগের ব্যাপারে বুধবার অনুমোদন দিল মন্ত্রিসভা।
নবান্ন সূত্রের খবর, ফরেস্ট গার্ডের ১৬০০ পদে এবং হেড ফরেস্ট গার্ডের ১৯২টি পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে এদিনের মন্ত্রিসভার বৈঠকে।
বৃহস্পতিবার এই নিয়োগের জন্য নতুন রুলও নিয়ে আসা হয়েছে। যার নাম ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রিক্রুটমেন্ট অফ ফরেস্ট গার্ড অ্যান্ড হেড ফরেস্ট গার্ড রুলস ২০২৪ (West Bengal Services Recruitment of Forest Guard and Head Forest Guard Rules 2024)।
এই নিয়োগ আগে ছিল পুলিশের হাতে। এদিন মন্ত্রিসভার বৈঠকে নয়া রুল পাস হওয়ার পর এবার থেকে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে এই নিয়োগ হবে। মূলত, নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ করে তুলতেই এই পদক্ষেপ বলে জানা গেছে।শারীরিক দক্ষতা যেমন উচ্চতা, চেস্ট ইত্যাদির ক্ষেত্রে আগের তুলনায় কিছুটা ছাড়ও দেওয়া হয়েছে।
বন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বনমন্ত্রী বীরবাহা হাঁসদা এই শূন্যপদে কর্মী নিয়োগের বিষয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তারপরই এদিন মন্ত্রিসভার বৈঠকে ওই দুটি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।
বন দফতর সূত্রের খবর, ফরেস্ট গার্ডে মোট পদের সংখ্যা ২ হাজার ৪৫৮টি। এর মধ্যে ৬৬ শতাংশ পদে এতদিন কোনও কর্মী ছিল না। একইভাবে হেড ফরেস্ট গার্ডে মোট পদের সংখ্যা ২৩১টি। এর মধ্যে ৮৩ শতাংশ পদে কোনও কর্মী নেই।
জঙ্গলে নজরদারি, কাঠচুরির মতো ঘটনা রুখতে ফরেস্ট গার্ড প্রয়োজন। এ ব্যাপারেই এবার কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্যের মন্ত্রিসভা।