শেষ আপডেট: 15th July 2024 01:21
দ্য ওয়াল ব্যুরো: খেলা হবে আর বিরতিতে বিনোদন থাকবে না! তা কখনও হয়! আবার যে সে খেলা নয়, কোপার ফাইনাল ম্যাচ বলে কথা! যেখানে এই প্রথমবার পারফর্ম করবেন পপ তারকা শাকিরা। তাই বদলে গেল ফাইনালের নিয়মও।
কোপার সবগুলি ম্যাচে প্রথমার্ধের শেষ আর দ্বিতীয়ার্ধের শুরুর মাঝে বিরতির জন্য ১৫ মিনিট বরাদ্দ করা হয়েছিল। নিয়ম ভাঙার দায়ে চার কোচকে নিষিদ্ধও করেছিল আয়োজক কনমেবল। নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক জরিমানার মুখেও পড়তে হয় আর্জেন্টিনার লিওনেল স্কালোনি, চিলির রিকার্দো গারেকা, ভেনেজুয়েলার ফার্নান্দো বাতিস্তা ও উরুগুয়ের মার্সেলো বিয়েলসাকে।
জানা যাচ্ছে, আগামীকাল ফাইনালের ক্ষেত্রে খেলার মাঝের ওই বিরতির সময়ে বদল আনা হয়েছে। পপ তারকা শাকিরার জন্য বিরতির সময়কে ১৫ মিনিটের পরিবর্তে বাড়িয়ে ২৫ মিনিট করা হযেছে।
যা নিয়ে রবিবার সাংবাদিক বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কলম্বিয়ার কোচ নেস্তর লরেঞ্জো। তিনি বলেন, "খেলার মাঠে সবার জন্য এক নিয়ম হওয়া উচিত। শাকিরা অবশ্যই ভাল গায়িকা। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, ১০ মিনিট অতিরিক্ত সময়ের জন্য ফাইনালের দ্বিতায়ার্ধে খেলোয়াড়দের শরীর না ঝামিয়ে পড়ে। তাছাড়া প্রশ্ন উঠবে, চার কোচকে কেন নিষিদ্ধ করা হল?" এ ব্যাপারে আয়োজক সংস্থা কনমেবল এর অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল সোমবার সকালে কোপার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা–কলম্বিয়া। সেখানে পপ তারকা শাকিরার গান নিয়েও আলাদা করে উন্মাদনা তৈরি হয়েছে ক্রীড়াপ্রেমীদের মধ্যে। তবে শাকিরার জন্য ফাইনালে বিরতির সময় বদল করা নিয়ে লরেঞ্জোর মত ক্ষুব্ধ আরও অনেকে।
প্রসঙ্গত, এর আগে তিনটি ফুটবল বিশ্বকাপ ও একবার সুপার বোলে পারফর্ম করেছেন শাকিরা। এই প্রথমবার তাঁকে দেখা যাবে কোপার ফাইনালে।