শেষ আপডেট: 31st July 2024 14:54
দ্য ওয়াল ব্যুরো: সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বসিরহাটে ভোট কারচুপির অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি অভিযোগ করেছিলেন, "জালিয়াতি করে ভোটে জিতেছে তৃণমূল। এমনকী নির্বাচন কমিশনও পক্ষপাতিত্ব করেছে।"
রেখার দায়ের করা ওই পিটিশনের প্রেক্ষিতে বুধবার নোটিস জারি করল কলকাতা হাইকোর্ট। আগামী ৪সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি হবে। একই সঙ্গে ইভিএম, ব্যালট, সিসিটিভি, ডিভিআর, নির্বাচনী সমস্ত কাগজপত্র সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও।
এবারে লোকসভা নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বসিরহাট। সেখানে বিজেপি প্রার্থী করেছিল সন্দেশখালির অন্যতম প্রতিবাদী মুখ রেখা পাত্রকে। কিন্তু তৃণমূলের হাজি নুরুলের কাছে তিনি বিপুল ভোটে হেরে যান। এরপরই ভোট কারচুপির অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রেখা।
তৃণমূল সাংসদ হাজি নুরুলের বিরুদ্ধে কারচুপি ও মনোনয়ন পত্র সংক্রান্ত অভিযোগও এনেছিলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। তাঁর দাবি, হাজির হলফনামায় ত্রুটি ছিল, নো ডিউজ সার্টিফিকেট ছিল না।
হাজি নুরুলের বিরুদ্ধে বিজেপি অভিযোগ করেছিল, পঞ্চদশ লোকসভার সদস্য নুরুল এবারে মনোনয়ন দাখিল করেছেন ৭ মে। কিন্তু পঞ্চদশ লোকসভা শেষ হয়েছে ২০১৪ সালের ১৮ মে। অর্থাৎ তাঁর ১০ বছর পূর্ণ হয়নি। তার আগেই তিনি মনোনয়ন পেশ করেছেন। এক্ষেত্রে তাঁর নো ডিউজ সার্টিফিকেট জমা দেওয়ার নিয়ম থাকলেও তিনি দেননি।