কলকাতা হাইকোর্ট
শেষ আপডেট: 3rd June 2024 16:05
দ্য ওয়াল ব্যুরো: শনিবার চব্বিশের লোকসভার ভোট শেষ হয়েছে। মঙ্গলবার গণনার পালা। তার ঠিক ২৪ ঘণ্টা আগে পুলিশের বিরুদ্ধে 'অতিসক্রিয়তা'-র অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি প্রার্থীরা।
নির্বাচনের ফলাফলের মুখে মিথ্যা অভিযোগে গ্রেফাতার করা হতে পারেন, এই আশঙ্কায় সোমবার হাইকোর্টে মামলা করেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু। নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন মামলাকারীরা।
ষষ্ঠ দফার নির্বাচন চলাকালীন গড়বেতার মংলাপাতা এলাকায় আক্রান্ত হন প্রণত টুডু। তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। এছাড়া প্রার্থীর নিরাপত্তায় থাকা জওয়ানও আক্রান্ত হন। এই ঘটনার পর প্রার্থীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়। মিথ্যা অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রণত টুডু। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর আর্জি, অবিলম্বে এফআইআর খারিজ করা হোক। প্রয়োজনে সিবিআই তদন্তের নির্দেশ দিক আদালত। একইসঙ্গে ফের এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দেশখালির বিজেপি প্রার্থী রেখা পাত্র।
অন্যদিকে, রবিবার সন্দেশখালির বেশ কয়েকটি জায়গায় ফের নতুন করে ১৪৪ ধারা জারি হয়েছে। বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সন্দেশখালি যাওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি অমৃতা সিনহার গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চে সবকটি মামলা একসঙ্গে দুপুর ২ টোর সময় শুনানির সম্ভাবনা রয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সাত দফা ভোটে বাংলায় মোটের উপর শান্তিপূর্ণ ভোট হয়েছে। যদিও এর মধ্যে বিক্ষিপ্ত অশান্তির খবরও সামনে এসেছে। বাংলায় সুষ্ঠুভাবে নির্বাচন করতে সব রকম চেষ্টা চালিয়েছে কমিশন। এদিকে বিজেপি প্রার্থীদের একাংশের অভিযোগ, বহুক্ষেত্রেই ভোটগ্রহণ কেন্দ্রে বিরোধী শিবিরের বুথ এজেন্টকে বসতে দেওয়া হয়নি। এই নিয়ে ভোটের দিনগুলিতে কমিশনের কাছে ভূরি ভূরি অভিযোগও জমা পড়েছে। উল্লেখযোগ্যভাবে, শাসক দলের পক্ষ থেকে অভিযোগ কমই এসেছে।