শেষ আপডেট: 13th March 2024 13:55
দ্য ওয়াল ব্যুরো: সিএএ নিয়ে বিতর্কের আবহে বুধবার পাক হিন্দু উদ্বাস্তুদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান বন্ধ রাখতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটিকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। দিল্লির যমুনা তীরবর্তী স্থলভাগে ২০১১ সাল থেকে পাকিস্তান থেকে উদ্বাস্তু হয়ে আসা প্রায় ৮০০ হিন্দু মানুষের বসবাস।
গত ৪ মার্চ ডিডিএ একটি বিজ্ঞপ্তি জারি করে ৬ মার্চের মধ্যে তাঁদের বসত খালি করার নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় হিন্দু পরিবারগুলি। যতদিন না তাঁদের বিকল্প বাসস্থানের ব্যবস্থা হচ্ছে ততদিন এই নির্দেশে স্থগিতাদেশ জারির আবেদন জানানো হয়েছিল।
দিল্লির মজনু কা টিলার যমুনা তীরে বসবাসকারী হিন্দু উদ্বাস্তুদের কৌঁসুলি ডিডিএ-কে নদীবাঁধ নির্মাণের প্রস্তাব দিয়েছে। যমুনা লাগোয়া জমি থেকে জবরদখলকারীদের সরানোর নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত। তার ভিত্তিতেই ডিডিএ তাঁদের সরে যাওয়ার কথা জানিয়ে দেয়।
নাগরিকত্ব সংশোধনী আইন চালু করার প্রসঙ্গ তুলে আবেদনকারীদের আইনজীবী বলেন, সরকারের অবস্থান হল হিন্দু শরণার্থীদের আশ্রয় ও নিরাপত্তা দেওয়া। তার মধ্যে বাসস্থানের অধিকারও রয়েছে। পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে চলে আসা হিন্দুদের সব ধরনের সাহায্য করবে সরকার। বিজ্ঞপ্তি জারির পর তাঁদের নাগরিকত্ব পাওয়া উচিত।
আইনজীবী আরও বলেন, যমুনা তীরে শুধু এই মানুষগুলিই নয়, অনেক নির্মাণ রয়েছে। মজনু কা টিলায় একটি গুরুদ্বার রয়েছে। নদী এলাকাতেই গড়ে উঠেছে অক্ষরধাম মন্দির, কমনওয়েলথ ভিলেজ এবং অন্যান্য ফ্ল্যাট, দাবি কৌঁসুলির। দিল্লি হাইকোর্টের নির্দেশের এই মানুষগুলো এখানে বাস করতে শুরু করেছিলেন। এতদিন পর্যন্ত দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি তাঁদের অত্যাবশ্যকীয় সমস্ত সুবিধাও দিয়ে এসেছে। এই মামলার পরবর্তী শুনানি ১৯ মার্চ।