শেষ আপডেট: 25th February 2023 05:27
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সফর ঘিরে আজ বিহার (Bihar) জুড়ে রেড অ্যালার্ট জারি (red alert) করেছে পুলিশ-প্রশাসন। স্বরাষ্ট্রমন্ত্রীর যাত্রাপথের চারপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে আজ নজরদারি চালানো হবে। পাটনা বিমানবন্দরে বিমান ওঠানামা এবং রাজ্যে হেলিকপ্টার চলাচলেও থাকবে বাড়তি নিষেধাজ্ঞা।
শাহ আজ বেলা ১২’টা নাগাদ পাটনা বিমান বন্দরে পৌছঁবেন। সেখান থেকে হেলিকপ্টারে যাবেন পশ্চিম চম্পারণ। চম্পারণের সমাবেশে ভাষণ দিয়ে কপ্টারে পাটনা ফিরে রাত পর্যন্ত তাঁর সরকারি ও দলীয় গুচ্ছ কর্মসূচি রয়েছে। পুলিশের নির্দেশিকায় বলা হয়েছে হেলিপ্যাডে এবং যাত্রাপথে পোস্টার-ব্যানার লাগানো যাবে না। হেলিপ্যাডে নিরাপত্তা রক্ষী ছাড়া কেউ থাকতে পারবেন না। হেলিপ্যাডের ব্যারিকেডের বাইরেও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জেড প্লাস সিকিউরিটি পান। অনুমতি ছাড়া তাঁর ত্রিসীমানায় যাওয়ার সুযোগ নেই। তবে বিহার পুলিশের অতিরিক্ত ডিজি (সুরক্ষা) সব জেলাকে বিশেষভাবে সতর্ক করেছেন মিশাইল হামলা নিয়ে। তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কপ্টারে যাতায়াত এবং সমাবেশে থাকাকালে মিশাইল হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। স্ট্রিঞ্জার মিশাইলের হামলা চালানো হতে পারে তাঁর উপর।
স্ট্রিঞ্জার মিশাইল হল একটি আমেরিকান ম্যান-পোর্টেবল এয়ার-ডিফেন্স সিস্টেম। অর্থাৎ এগুলির আয়তন এবং ওজন এতটাই কম যে মানুষ সেগুলি বহন করতে পারে। তবে সেগুলি থেকে নিঃস্বরিত আগুনের গোলা ভয়ঙ্কর। এটা ভূমি থেকে ভুমি নিক্ষেপ করা যায়। আবার আকাশেও এর ব্যবহার আছে। এমনকী হেলিকপ্টার থেকেও ছোড়া যায়। রাশিয়া আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আগে বেশ কিছু দিন সীমান্তে স্ট্রিঞ্জার মিশাইলের হামলা চালিয়েছিল।
কারা মিশাইল হামলা চালাতে পারে অমিত শাহের উপর? পুলিশ তা স্পষ্ট করেনি। তবে একাধিক জঙ্গি সংগঠন সন্দেহের তালিকায় আছে। তারমধ্যে অন্যতম হল নিষিদ্ধ সংগঠন পিএফআই বা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। গত বছর জুলাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার বিধানসভার অনুষ্ঠানে যোগ দেন। সেদিনই পাটনার অদূরে এক জায়গায় পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজন পিএফআই সমর্থককে গ্রেফতার করে। তাদের কাছ থেকে হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে পুলিশ।
শাহ বনাম নীতীশ-তেজস্বী, কংগ্রেসের অধিবেশনের মাঝে আচমকা চর্চায় বিহার