শেষ আপডেট: 4th July 2023 12:51
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ভোটের আর চারদিন বাকি। কাকদ্বীপে পুজো দিতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল আরামবাগের সিপিআইএম প্রার্থী সুমিত্রা দাসের। বারুইপুরে রেললাইনের ধার থেকে উদ্ধার হল তাঁর রক্তাক্ত মৃতদেহ। আরামবাগের গৌরহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণবাটি ৮ নম্বর সংসদে সিপিএম প্রার্থী ছিলেন সুমিত্রা। তাঁর দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ল এলাকায়।
ভোট এসে গেছে। নিজের জয়ের কামনায় এলাকার ১০-১২ জনকে সঙ্গে নিয়ে কাকদ্বীপের একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন সুমিত্রা। অভিযোগ, তাঁদের সঙ্গেই থাকা এক ব্যক্তি ওই মন্দিরেই তাঁকে বিবাহের জন্য চাপ দিচ্ছিলেন। বছর তিনেক আগে মারা গেছেন সুমিত্রার স্বামী উত্তম দাস। তারপর থেকে দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে ছিলেন তিনি। তাই ওই বিয়েতে কোনওভাবেই রাজি হননি সুমিত্রা। বিষয়টি ফোন করে তিনি দলের নেতাদেরও জানিয়েছেন। তারপরই সোমবার দুপুরে একাই বাড়ির দিকে রওনা হন। বিকেলে বারুইপুরে রেললাইনের ধারে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। জিআরপি সূত্রে জানা গেছে, চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগেছে বলে ড্রাইভার নোট লিখেছেন।
যদিও পরিবারের দাবি, খুন করা হয়েছে সুমিত্রাকে। তবে তা রাজনৈতিক নাকি ব্যক্তিগত সম্পর্কের কারণে তা নিয়ে ধোঁয়াশা হয়েছে। সুমিত্রাকে খুন করা হয়েছে, নাকি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।