শেষ আপডেট: 4th October 2023 17:33
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: রেললাইন থেকে উদ্ধার হল রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের এক কর্মীর ক্ষতবিক্ষত দেহ। এই ঘটনায় বুধবার আলোড়ন সৃষ্টি হয় বর্ধমান-আসানসোল রেলপথের গলসির পারাজ স্টেশনে। রেললাইন থেকে উদ্ধার হয় সেখ ইসমাইল (৩০) নামে ওই ব্যাঙ্ককর্মীর দেহ।
দুর্গাপুরের একটি সরকারি ব্যাঙ্কের কর্মী ছিলেন সেখ ইসমাইল। সাতসকালে পারাজ স্টেশনে রেললাইনের উপর তাঁর ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। এলাকার বাসিন্দা সুভাষ মণ্ডল জানান, গলসি থানার পুরসা গ্রামে বসবাস করতেন সেখ ইসমাইল। তবে তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার থানার মাধবপুর গ্রামে। সেখানেই তাঁর পরিবারের লোকজন থাকেন। কর্মসূত্রে গলসিতে থাকতেন সেখ ইসমাইল।
প্রতিবেশীরা জানান, বুধবার সকালে ব্যাঙ্কের কাজে দুর্গাপুরে যাচ্ছিলেন। তাঁদের প্রাথমিক অনুমান স্টেশন থেকে কোনওরকমে রেললাইনে পরে যান তিনি। পরে স্টেশনের যাত্রীরা তাঁর ক্ষতবিক্ষত দেহ রেললাইনের উপরে পড়ে থাকতে দেখেন। তারা খবর দিলে ঘটনাস্থলে যায় রেল পুলিশ। দুর্ঘটনা নাকি অন্য কিছু তার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ব্যক্তির পরিবারকেও খবর দেওয়া হয়েছে। তাঁরা ইতিমধ্যেই গলসিতে এসে পৌঁছেছেন।