শেষ আপডেট: 17th August 2024 22:25
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ড নিয়ে সব মহলে প্রতিবাদ হচ্ছে। শুধু প্রতিবাদ নয়, পথে নেমে কার্যত আন্দোলন চলছে প্রতিদিন। এসবের মাঝেই তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় নিজের একটি ভিডিও পোস্ট করেছিলেন এবং ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন। যদিও তা নিয়েও তাঁকে ট্রোলড হতে হয়েছে। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন তিনি।
চুঁচুড়ায় আরজি কর নিয়ে তৃণমূলের প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, ''আমি যেটা বলেছি, যে ভিডিও পোস্ট করেছি, সেটা মন থেকে ফিল করেছিলাম বলেই পোস্ট করেছিলাম। আমি একজন শিল্পী তাই মানুষ ভাবেন চোখের জল মানেই গ্লিসারিন। অনেকে ঋতুপর্ণার শঙ্খ বাজানোটাকেও ট্রোল করছে। এগুলো হওয়া উচিত নয়।''
রচনার কথায়, যার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে তার পরিবারের পাশে থাকা উচিত। সেটা না করে মানুষ এসব নিয়ে কথা বলছে। তাই তিনি বিষয়টিকে গুরুত্ব দেন না। সাংসদের বক্তব্য, ''রচনার চোখে কাজল আছে কিনা, চোখের জল না গ্লিসারিন, এসব ভাবছে মানুষ, আমার তা ভাবার সময় নেই। অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের বুকে। আমি হুগলির সাংসদ হিসেবে প্রতিবাদে পথে নেমেছি।''
নিজের ট্রোল হওয়া নিয়ে কী ভাবছেন রচনা বন্দ্যোপাধ্যায়? তাঁর সাফ কথা, ''এই ঘটনা নিয়ে রাজ্যে, কলকাতায় বহু মানুষ পথে হেঁটেছেন যেটার প্রয়োজন ছিল।আমরা এর সুবিচার চাই এবং দোষীর ফাঁসি চাই। বাকি কিছু নিয়ে ভাবছি না। আর তৃণমূলে যোগদানের পর থেকে ট্রোলড হচ্ছি, কিছু যায় আসে না।''