শেষ আপডেট: 15th August 2024 18:14
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সমস্ত মেয়েদের সঙ্গে গলা মিলিয়ে আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ার জন্য 'জাস্টিস' চাইলেন হুগলির সাংসদ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে বিচার চাইলেন এই নির্মম হত্যার।
আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে বুধবার মধ্যরাতে রাজ্যজুড়ে মেয়েদের স্রোত ভাসিয়ে নিয়ে গেছে সব রাজপথ। মুষ্টিবদ্ধ হাত আর স্লোগানে স্লোগানে তীব্র হয়েছিল প্রত্যেকটা নারীর নিরাপত্তার দাবি। এই রাত দখলের আন্দেলনকেই স্যালুট করলেন তৃণমূলের সাংসদ। বললেন, "আমরা প্রতিবাদের সুর তুলেছি। আমরা আওয়াজ তুলেছি। আমি আপনাদের সঙ্গে আছি। এইরকম মহিলাদের আওয়াজ আমার মনে ভারতের আর কোথাও উঠেছে আগে। সাবাশ সেইজন্য। সব মহিলাদের আমি সেইজন্য স্যালুট জানাচ্ছি। আপনারা যেটা করেছেন আমি একজন মহিলা হিসেবে আপনাদের সাথে আছি, বিশ্বাস করুন। এই আওয়াজ উঠিয়ে রাখবেন, যতক্ষণ না সুবিচার পান আরজিকরের নির্যাতিতা। আমি আপনাদের পাশে আছি। বিশ্বাস করুন।"
সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টে কথা বলতে বলতেই দু চোখ জলে ভরে যায় রচনার। গাল থেকে চিবুকে গড়ায় জল। রচনা বলেন, কলকাতার আরজি করের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যা ঘটেছে,তা ভাষায় প্রকাশ করা যায় না। দিনের শেষে আমি তো কাজ করে গাড়ি করে ফিরি। সবাই তো গাড়ি পায় না। কেউ হেঁটে ফেরেন, কেউ বাসে, কেউ অটোতে বাড়ি ফেরেন। চিন্তা নিয়ে ফেরেন। ঠিকমতো বাড়ি পৌঁছোতে পারব তো! এটা কেন হবে?"