শেষ আপডেট: 1st August 2024 15:18
দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: এর আগে চুঁচুড়া হাসপাতাল পরিদর্শনে গিয়ে সুপারকে বলেছিলেন ওয়ার্ডে যেন ছাগল না ঘুরে বেড়ায়। বৃহস্পতিবার পান্ডুয়া হাসপাতালে গিয়ে প্রশ্ন তুললেন রোগী দেখতে এত ভিড় কেন?
হুগলির তৃণমূল সাংসদ নির্বাচিত হওয়ার পর রচনা বন্দ্যোপাধ্যায় সারপ্রাইজ ভিজিট করছেন বিভিন্ন হাসপাতালে। এদিন গিয়েছিলেন পাণ্ডুয়া হাসপাতালে। ওয়ার্ডে ভিড় দেখে যারপরনাই বিরক্ত হন তিনি। বলেন, "রোগীর পরিজনদের জন্য টিকিটের ব্যবস্থা করতে হবে। যত ভিড়, তত জুতো পরে চলাচল, তত অপরিষ্কার। তাই ভিজিটর্সের সংখ্যা কমাতে হবে।গেটে সিকিউরিটি বসাতে হবে।একমাস পর এসে দেখব সব কাজ হল কিনা।"
এদিন পান্ডুয়া গ্রামীন হাসপাতাল পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। হাসপাতাল ঘুরে রচনা বন্দ্যোপাধ্যায় চিকিৎসক মনিশংকর মুখোপাধ্যায়কে বলেন, "এত বড় হাসপাতাল অপরিষ্কার রয়েছে।এখানে মানুষ আসে চিকিৎসা করার জন্য। অসুস্থ হওয়ার জন্য নয়। সাধারণ মানুষ হিসেবে আপনাকে বলছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার।আমি পাঁচ বছর আছি। দিদির সঙ্গে কথা বলে কতটা কী ইমপ্রুভ করা যায় তার চেষ্টা করব। এখন যেভাবে চলছে সেটা চলতে পারে না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাইরে সিকিউরিটি রাখতে হবে। একজন রোগীর জন্য ১০ জন লোক ঢুকতে পারবে না। আমাদের কলকাতাতে এটা করা যায় না। আমার মতো একজন আর্টিস্ট আমার বাবাকে যদি হাসপাতালে ভর্তি করি তখনও দুজনকে অ্যালাও করে না। আমি গেলে আমার মা নীচে বসে থাকেন। আবার মা গেলে আমি নীচে বসে থাকি। এখানে একজন পেশেন্ট শুয়ে আছেন, তার সঙ্গে ৫০ জন দাঁড়িয়ে আছেন। ওই জন্য এত কাদা আর নোংরা।
পরিষ্কার পরিচ্ছন্নতার এই গোটা বিষয়টা দেখার জন্য পান্ডুয়া ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি সঞ্জয় ঘোষকে দায়িত্ব দেন সাংসদ। বলেন, "আমি এক মাস পর আবার আসব।"
তিনদিন আগে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ঢুকে রীতিমতো তাজ্জব হয়ে গিয়েছিলেন রচনা। ওয়ার্ডে ঘুরে দেখতে পান প্রসূতিদের অনেকেই পড়ে রয়েছেন মেঝেতে। আবর্জনা-ভাঙা মেশিন-প্লাসটিকের বাক্স পড়ে রয়েছে যত্রতত্র। তারই মধ্যে মেঝেতেই চিকিৎসা চলছে রোগীদের। নিজের মোবাইলে একের পর এক ছবি তুলে রাখেন। কর্তৃপক্ষকে বলেন, "পরেরবার আমি হাসপাতালে আসার আগে যাতে এই ছবি বদলে যায়। হাসপাতালে যেন কুকুর-ছাগল না ঘোরে। ঝাঁ চকচকে হয়ে যায়। আমি ছবি তুলে রাখলাম। আপনাদের কী প্রয়োজন সেটা বলবেন। রচনা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে থাকবে।"