শেষ আপডেট: 31st May 2024 18:58
দ্য ওয়াল ব্যুরো: স্নাতক স্তরে কলেজে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। এবছর কেন্দ্রীয়ভাবে অনলাইনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। আপাতত ভোটের জন্য থমকে কলেজে ভর্তির প্রক্রিয়া।
কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি হলে কলেজগুলির হাতে মেধাতালিকা তৈরির কোনও ক্ষমতা থাকবে না। শিক্ষা দফতরের আধিকারিকদের দাবি, একটি মাত্র পোর্টালের মাধ্যমে পুরো বিষয়টি নিয়ন্ত্রিত হওয়ায় ভর্তিতে আরও বেশি স্বচ্ছতা আসবে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে স্নাতক স্তরে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া যে চালু করা হবে, তা আগেই জানিয়েছিল সরকার। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করেছিল শিক্ষা দফতর। তবে সেখানে কবে থেকে এটি চালু হতে চলেছে, তা উল্লেখ করা হয়নি।
নতুন পদ্ধতিতে একটি মাত্র পোর্টালের মাধ্যমে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির জন্য আবেদন করা যাবে। স্নাতকের এই নয়া অ্যাডমিশন পদ্ধতি নিয়ে খুব দ্রুতই ফের একটি বিজ্ঞপ্তি জারি করবে শিক্ষা দফতর। সেখানে বিস্তারিতভাবে থাকবে কেন্দ্রীয় পোর্টালটির যাবতীয় খুঁটিনাটি। বর্তমানে লোকসভা ভোট চলায় রাজ্য আদর্শ আচরণবিধি জারি রয়েছে। সূত্রের খবর, ২২ জুন থেকে নতুন পদ্ধতিতে স্নাতকে ভর্তির প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোটপর্বের পরই বিজ্ঞপ্তি প্রকাশ করবে শিক্ষা দফতর।
কোনও পড়ুয়াকে কোনও বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটি কলেজে ভর্তি হতে চাইলে এতদিন সেই কলেজের ওয়েবসাইটে আবেদন করতে হত। কিন্তু নতুন এই নিয়মে আবেদন করতে হবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে। এরপর বিশ্ববিদ্য়ালয় ভিত্তিক প্রতি বিষয়ে মেধা তালিকা প্রকাশিত হবে। সেই মেধা তালিকা অনুযায়ী কলেজ পছন্দ করার সুযোগ পাবেন পড়ুয়ারা। শেষে কাউন্সেলিংয়ের ভিত্তিতে ছাত্রছাত্রীরা সংশ্লিষ্ট কলেজে ভর্তি হতে পারবেন।