শেষ আপডেট: 21st July 2024 20:09
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: বেসুরো ফের দিলীপ ঘোষ। রবিবার বাঁকুড়ার বিষ্ণুপুরে যদুভট্ট মঞ্চে দলের সাংগঠনিক সভাতে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদকে বলতে শোনা যায়, "আমরা ভোট করতে জানি না।"
এদিন দিলীপ ঘোষ বলেন, "সবাই বলেছিল ২০২১ সালে আমাদের সরকার হয়ে যাবে।কিন্তু হয়নি। তারমানে আমাদের কোথাও গলদ আছে। আমাদের অভিজ্ঞতা কম। আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। ভোট কী করে করতে হয়, আমাদের শিখতে হবে।"
তারপরেই কর্মীদের উদ্দেশে বলেন, "পার্টিতে এসে একটা পদ পেয়ে গেছি। আসছি, যাচ্ছি, খাচ্ছি। ডেকেছে, ঘুরে আসি। ভারতীয় জনতা পার্টি করলে এ সব চলবে না। ভারতীয় জনতা পার্টি একটা মিশন নিয়ে চলে। আদর্শ নিয়ে চলে। কেন হারলাম, কেন ভোট পেলাম না। এটা আমাদের পর্যালোচনা করতে হবে।"
দিলীপ ঘোষের নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বিষয়ে তৃণমূল নেতা সন্দীপ বাউরি বলেন, "ওনার বিলম্বিত বোধদয়। তিনি দলে কোণাঠাসা হয়ে পড়েছেন। তাই এই সব বলে কর্মীদের কাছে টানার চেষ্টা করছেন।"