শেষ আপডেট: 11th September 2023 09:45
দ্য ওয়াল ব্যুরো: পর্ষদের অনুমতি ছাড়াই শহর কলকাতার বুকে ৩২ বছর ধরে চলছে একটি বেসরকারি স্কুল। সম্প্রতি একটি মামলার প্রেক্ষিতে বিষয়টি প্রকাশ্যে আসে। মামলার গেরোয় কলকাতার রিপন স্ট্রিটের সংশ্লিষ্ট ইংরেজি মাধ্যম স্কুলের ৩০০ জন ছাত্র-ছাত্রীর রেজিস্ট্রেশন আটকে রয়েছে বলে অভিযোগ। সোমবার ওই মামলার শুনাতিতে পর্ষদকে (WBSEB) তীব্র ভর্ৎসনা করেন কলকাতা হাইকোর্ট।
জানা গিয়েছে, দশম শ্রেণির রেজিস্ট্রেশন পূরণের শেষ দিন আগামী ১৫ সেপ্টেম্বর। এদিকে মামলাকারীদের দাবি, স্কুলের নাকি অনুমোদন নেই। ফলে অথৈ জলে ৩০০ পড়ুয়া। তাই জরুরি ভিত্তিতে মামলার শুনানির জন্য বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন হাইকোর্টের প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপরই মামলার শুনানিতে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি। ১৩ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।
জানা গিয়েছে, সংশ্লিষ্ট স্কুলের এক শিক্ষিকা ২০১৭ সালে স্কুল থেকে অবসর নিলেও জীবিত থাকাকালীন পেনশন পাননি। সম্প্রতি ওই বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন ওই শিক্ষিকার স্বামী। ওই মামলার সূত্রেই সামনে আসে পর্ষদের অনুমতি ছাড়াই কলকাতা শহরের বুকে ৩২ বছর ধরে চলছে একটি ইংরেজি মাধ্যমের বেসরকারি স্কুল। যা নিয়ে আগেই বিস্ময় প্রকাশ করেছিলেন বিচারপতি।
আরও পড়ুন: মমতার মন্ত্রিসভায় রদবদল, বাবুল পর্যটন থেকে অচিরাচরিত শক্তি উৎসে, আগেই লিখেছিল দ্য ওয়াল