শেষ আপডেট: 23rd May 2023 11:59
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বেসরকারি স্কুলগুলো ইচ্ছেমতো ফি বৃদ্ধি (Private School Fee hike case) করছে, যা নিয়ে অভিভাবকদের মধ্যে অসন্তোষ নতুন নয়। হাইকোর্টে (Calcutta High Court) মামলাও হয়। সেই মামলায় এবার কড়া পর্যবেক্ষণ জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu)। আদালতের পর্যবেক্ষণ, 'স্কুল তো মিষ্টির দোকান নয়, ইচ্ছেমতো দাম নির্ধারণ করা হবে!'
প্রসঙ্গত, কলকাতার ২-৩ টি নামকরা বেসরকারি স্কুলে অস্বাভাবিক ফি বৃদ্ধির ঘটনায় মামলা দায়ের করা হয় হাইকোর্টে। অভিভাবকদের অভিযোগ, ২২ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বার্ষিক ফি বৃদ্ধি করা হচ্ছে। কোনও স্কুলে আবার সেটা ১০০ শতাংশও করা হয়েছে।
জানা গেছে, যে স্কুলগুলির বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেগুলি সবকটাই সিবিএসই বোর্ডের। বিচারপতি এদিন বোর্ডের আইনজীবীকে প্রশ্ন করেন, ফি নিয়ন্ত্রণে বোর্ডের ভূমিকা কী? বোর্ডের তরফে জানানো হয়, এই ব্যাপারে রাজ্য যা ঠিক করবে তাই হবে।
তারপরই বিচারপতি বসু তাঁর পর্যবেক্ষণে বলেন যে, স্কুল কোনও মিষ্টির দোকান নয় যে, ইচ্ছে মতো দাম ঠিক করবে। কী নিয়মে ফি বৃদ্ধি করা হচ্ছে, সে ব্যাপারে সবপক্ষের বক্তব্য চেয়েছেন বিচারপতি বসু। আগামী ৫ জুন এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেদিনই সবপক্ষকে নিজেদের বক্তব্য জানাতে হবে আদালতে।
২ হাজারের নোট বাতিল নোটবন্দি নয়, দিল্লি হাইকোর্টে জানাল আরবিআই