শেষ আপডেট: 6th June 2023 09:52
দ্য ওয়াল ব্যুরো: পয়সা যার, শিক্ষা তার? শিক্ষার মতো মৌলিক অধিকারেও ‘ফেলো কড়ি, মাখো তেল’ বন্দোবস্ত চলবে? দেশের রাজনীতিতে এই প্রশ্ন আজকের নয়। বাংলায় বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধি এবং তাতে রাজ্য সরকারের নিয়ন্ত্রণ সংক্রান্ত মামলায় কার্যত সেই পর্যবেক্ষণই জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু (Calcutta High Court on Private school fees)।
এদিন বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেছেন, “ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা কখনও পণ্য হতে পারে না। এটা বিক্রির বিষয়বস্তু নয়। যে যেমন ইচ্ছে দাম নেবে—এটা চলতে পারে না”। এখানেই থামেননি বিচারপতি বসু। তাঁর আরও পর্যবেক্ষণ, বেসরকারি স্কুলগুলির ফি কাঠামোতে কোনও সামঞ্জস্য নেই। যে যেমন পারছে টাকা নিচ্ছে। এটা হতে পারে না।
সন্দেহ নেই বেসরকারি শিক্ষা ব্যবস্থায় খরচ এখন আকাশ ছোঁয়া। সিবিএসই বা আইসিএসই বোর্ডের কলকাতা ও জেলার বড় স্কুলগুলির খরচ শুনলে চোখ কপালে উঠবে। পূর্ব কলকাতায় একাধিক স্কুলে ক্লাস টু বা থ্রির ছাত্রছাত্রীদের জন্য মাসিক বেতন ৮ থেকে ২১ হাজার টাকা। এ হেন পরিস্থিতিতে রাজ্য সরকার একটা অভিন্ন ফি কাঠামো করে দিতে চেয়েছিল। কিন্তু স্কুলগুলি তাতে আপত্তি জানায়। তা নিয়েই মামলা হয় হাইকোর্টে।
এদিন বিচারপতি বিশ্বজিৎ বসু স্পষ্টই বলেন, বেসরকারি স্কুলের ফি কাঠামোর বিষয়ে অবশ্যই রাজ্য সরকারের নিয়ন্ত্রণ থাকা জরুরি। এ ব্যাপারে রাজ্য সরকারের সুনির্দিষ্ট বক্তব্য জানতে চেয়েছে আদালত। বিচারপতি বসু এদিন বলেছেন, আদালত এ নিয়ে কোনও সংঘাত চায় না। বরং সুষ্ঠু সমাধান চায়। আগামী ২১ জুন ফের এই মামলার শুনানি হবে।
এর আগে এই মামলাতেই বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য ছিল, স্কুল কোনও মিষ্টির দোকান নয়। যে এই দোকানে রসগোল্লার এক দাম আর ওই দোকানে আরএক। এ নিয়ে শিক্ষাবিদদের বক্তব্যও স্পষ্ট। তাঁরা মনে করেন স্কুলের ফি অনুযায়ী পড়াশোনার মান ঠিক হলে ছাত্রছাত্রীদের মধ্যেও বৈষম্য তৈরি হবে। ছোট বয়স থেকে যা তাদের মনস্তত্ত্বেও প্রভাব ফেলতে পারে। সুতরাং শিশু শিক্ষা বা স্কুল শিক্ষায় এই বৈষম্য মোটেই কাম্য নয়।
সন্দেহ নেই হাইকোর্টের এই পর্যবেক্ষণ শুধু তাৎপর্যপূর্ণ নয়, ঐতিহাসিকও বটে। সার্বিকভাবে এই পর্যবেক্ষণ যদি নির্দেশ আকারে দেওয়া হয় তাহলে বেসরকারি স্কুলের বেতন সংক্রান্ত বিষয়ে বড় বদল ঘটতে চলেছে বাংলায়। এখন দেখার ২১ জুনের শুনানিতে ঠিক কী হয়।
পুর দুর্নীতিতে সিবিআই: এবার বিরোধিতা করে প্রধান বিচারপতির বেঞ্চের দ্বারস্থ রাজ্য