শেষ আপডেট: 25th September 2023 15:08
দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বেঙ্গালুরুতে সমস্ত বেসরকারি স্কুল বন্ধ থাকবে (Bengaluru Private schools)। কর্নাটকের ইংরেজি মাধ্যম স্কুলগুলির অ্যাসোসিয়েটেড ম্যানেজমেন্ট (কেএএমএস) এই সংক্রান্ত ঘোষণা করেছে।
বেঙ্গালুরু বন্ধের কারণেই শহরের সমস্ত স্কুল ও কলেজের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বেঙ্গালুরু শহরের জেলা প্রশাসক দয়ানন্দ কেএও। কর্নাটকে দুটি বনধ ডাকা হয়েছে - একটি মঙ্গলবার বেঙ্গালুরুতে এবং অন্যটি শুক্রবার রাজ্যজুড়ে। প্রতিবেশী তামিলনাড়ুতে কাবেরী নদীর জল ছেড়ে দেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সরকার, সেই সিদ্ধান্তের প্রতিবাদে এই বনধগুলি ডাকা হয়েছে।
কন্নড় কর্মী ভাটাল নাগরাজের নেতৃত্বে 'কন্নড় ওক্কুটা' ব্যানারে রাজ্যব্যাপী এই দুই বনধ অনুষ্ঠিত হবে। কৃষক নেতা কুরুবুরু শান্তকুমারের নেতৃত্বে কৃষক সমিতি এবং অন্যান্য সংগঠনগুলি এক ছাতার তলায় এসেছে, তাদের নেতৃত্বেই এই বনধগুলি পালনের ডাক দেওয়া হয়েছে।
কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, সরকার বনধ আটকানোর চেষ্টা করবে না, তবে তা শান্তিপূর্ণ হওয়া উচিত বলে দাবি তাঁর। তিনি আরও জানিয়েছেন, বনধের কারণে জনগণকে অসুবিধার সম্মুখীন হতে হবে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরবর্তীতে যখন বিষয়টি শুনানির জন্য আসবে তখন সরকারের তরফে এই বিষয়টি সুপ্রিম কোর্টের সামনে আরও জোরালোভাবে যুক্তি দিয়ে উপস্থাপন করা হবে।
এ ব্যাপারে নিজের অবস্থানে অনড় রয়েছে কর্নাটক। তারা জানিয়েছে, বর্ষায় যথেষ্ট বৃষ্টি না হওয়ায় এমনিতেই পানীয় জলের ঘাটতি রয়েছে। তাই কাবেরী নদীর জল ছাড়ার অবস্থায় এই মুহুর্তে নেই রাজ্য সরকার।
কৃষ্ণ রাজা সাগর বাঁধে অপর্যাপ্ত জলের অভিযোগে কৃষক এবং বিভিন্ন কন্নড়পন্থী সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে আগেও রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে। তাদের দাবি ছিল, পানীয় জল সরবরাহের জন্য পর্যাপ্ত জল নেই, তাছাড়া কৃষি অধ্যুষিত জেলাগুলিতে সেচের প্রয়োজনীয়তা মেটানোর জন্য জল ছেড়ে দিতে হবে।
ভুয়ো শংসাপত্র দিয়ে ডাক্তারিতে পঠনপাঠনের নালিশ! কড়া পদক্ষেপ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের