শেষ আপডেট: 7th July 2024 07:28
দ্য ওয়াল ব্যুরো: স্কুলের ল্যাবে ক্লাস চলাকালীন আচমকাই টেস্ট টিউব বিস্ফোরণে অগ্নিদগ্ধ দশম শ্রেণির এক পড়ুয়া। গুরুতর জখম ওই ছাত্রর চিকিৎসা চলছে একটি বেসরকারি হাসপাতালে। আইসিইউতে রাখা হয়েছে তাকে। চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের সদর বাজার এলাকার একটি বেসরকারি স্কুলে। শুক্রবারের ঘটনা। তবে প্রকাশ্যে এসেছে শনিবার রাতে। জখম ছাত্রর নাম সৌভিক বিশ্বাস। পরিবারের অভিযোগ, ঘটনার পর ছাত্রটির চিকিৎসা করার পরিবর্তে বিষয়টি যাতে কাউকে না জানানো হয়, সেই দিকে বেশি ব্যস্ত ছিলেন ল্যাব ইনচার্জ-সহ স্কুল কর্তৃপক্ষ। এমনকী থানাতে অভিযোগ জানাতে গেলেও পুলিশ তা নিতে অস্বীকার করেছে বলে সৌভিকের পরিবারের দাবি।
পরিবারের দাবি, শুক্রবার স্কুলে কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল ক্লাস চলছিল। সেই সময় কেমিক্যাল থাকা টেস্ট টিউবের বিস্ফোরণ ঘটে। আগুন ধরে যায় সৌভিকের শরীরে। অভিযোগ, অগ্নিদগ্ধ অবস্থায় সে স্কুলের মধ্যে দৌড়াদৌড়ি করতে শুরু করলেও স্কুল কর্তৃপক্ষ প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেয়নি।
জখম ছাত্র।
বিষয়টি যাতে প্রকাশ্যে এসে না পড়ে তাই সরকারি হাসপাতালের পরিবর্তে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালেও। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তর দাবি করেছে জখম ছাত্রর পরিবার। স্কুল কর্তৃপক্ষ অবশ্য সৌভিকের পরিবারের অভিযোগ মানতে নারাজ। বিষয়টি খোঁজ নেবেন বলে জানিয়েছেন নোয়াপাড়ার বিধাকয় মঞ্জু বসু।