শেষ আপডেট: 26th May 2023 12:08
দ্য ওয়াল ব্যুরো: সবে মাত্র গরমের ছুটির ঘণ্টা পড়েছে। প্রচণ্ড দাবদাহের পূর্বাভাস গোটা রাজ্য জুড়েই। আর ছুটি মানেই আনন্দে মেতে ওঠার একটা সময়। এই ছুটিকে কেন্দ্র করে শুরু হল প্রিন্সটন ক্লাবে গ্রীষ্মকালীন ক্যাম্প (Summer camp at Princeton club)। বিশেষজ্ঞরা আগেই গরমের কারণে সব বাচ্চাদের বাড়ির ভিতরে থাকার পরামর্শ দিয়েছেন। কিন্তু কচিকাঁচাদের মোবাইলের জগত থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই মজাদার ক্যাম্প। বাচ্চাদের কথা মাথায় রেখে, শুক্রবার থেকে প্রিন্সটন ক্লাবে এই গ্রীষ্মকালীন ক্যাম্প শুরু করা হয়েছে।
ক্যাম্পের কচিকাঁচাদের সঙ্গে উপস্থিত ছিলেন, অভিনেত্রী সোনালি চৌধুরী (Sonali Chowdhury)। বিস্তীর্ণ সুইমিং পুলে মজাদার খেলা এবং নানা প্রশিক্ষণ থেকে শুরু করে থাকছে ছবি আঁকা ও ক্রাফট ওয়ার্কশপ। থাকছে যোগ ব্যায়ামের (Yoga) মতো শরীর সুস্থ রাখার ক্রিয়াকলাপও। ক্যুইজ (Quiz), মেডিটেশন (Meditation) এবং বৃক্ষরোপণের (Planting) মত সামাজিক কাজকর্মও রয়েছে বাচ্চাদের জন্য। ২৩ থেকে ২৭ মে পর্যন্ত সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলবে এই ক্যাম্প। পরবর্তী ৩০ মে থেকে ৩রা জুন এবং ৬ই জুন থেকে ১০ই জুন পর্যন্ত অ্যাডভান্সড গ্রীষ্মকালীন ক্যাম্প অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে৷
প্রিন্সটন ক্লাবের গ্রীষ্মকালীন এই ক্যাম্পের উদ্বোধনে এসে সোনালি বলেন, ‘আমি আমার বাচ্চাকে এই মজার ক্যাম্পে নিয়ে আসতে না পেরে এখন আফসোস করছি। প্রিন্সটন ক্লাব বাচ্চাদের নিয়ে খুব ভাল একটি উদ্যোগ নিয়েছে। আশাকরি আগামীতেও এরকম উদ্যোগ নেবে'।
প্রিন্সটন ক্লাবের ম্যানেজার সঞ্জয় কর্মকার বলেন, ‘সামার ক্যাম্প মূলত শিশুদের একাডেমিক ক্রিয়াকলাপ ছাড়াও তাদের বিভিন্ন শখগুলোকে তুলে ধরে। এটাই আমাদের লক্ষ্য। আমরা সব বাচ্চদের কথা মাথায় রেখে এই ক্যাম্পটি ডিজাইন করেছি। এই ক্যাম্প স্মার্ট ফোনের জগত থেকে বাচ্চাদের দূরে রাখতে সাহায্য করবে বলে আমরা মনে করি।‘
রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন এই নম্বরে: ৯৮৩০২৭৭৭৩৭ / ৯৮৩০৩০৮৫২৯ / ০৩৩-৬৬৪৪ ৪৪৪৪
কলকাতায় বসে ভিয়েতনামের স্বাদ এখন হাতের মুঠোতে, খেতে গেলে যেতেই হবে প্রিন্সটন ক্লাবে