শেষ আপডেট: 18th November 2023 15:48
দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল অর্থাৎ রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া। একদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল, উল্টোদিকে চলতি বিশ্বকাপের টানা ১০টি ম্যাচের বিজয়ী ভারত। স্বভাবতই উত্তেজনা তুঙ্গে! তবে অনেকেই সশরীরে খেলা দেখার সুযোগ পাচ্ছেন না। তাঁদের চোখ থাকবে টিভিতে। জমাটি ফাইনাল ম্যাচের সঙ্গে পাল্লা দিয়ে মুখও তো চালাতে হবে! তার জন্য দুরন্ত মেনু না হলে চলে? একই সঙ্গে যদি বিশ্বকাপ ম্যাচের লাইভ কভারেজ দেখতে আর জিভে জল আনা খাবার খেতে চান, তাহলে রবিবার চলে আসতে হবে কলকাতার প্রিন্সটন ক্লাবে।
00
আজ ১৭ নভেম্বর থেকেই প্রিন্সটন ক্লাবে শুরু হচ্ছে স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই ফেস্টিভ্যালে মিলবে জিভে জল আনা মোমো, ফুচকা, ঘুগনি দিয়ে চুড়মুর, আলুকাবলি, ঝালমুড়ি ইত্যাদি। এই উৎসব তিনদিন ধরে চললেও বিশ্বকাপ ফাইনালের কথা মাথায় রেখে রবিবার স্ন্যাকসের স্পেশাল মেনুর ব্যবস্থা করেছে ক্লাব কর্তৃপক্ষ। উদ্যোক্তাদের দাবি, টুকটুক করে হাত এবং মুখ চালাতে চালাতে খেলা আরও বেশি করে উপভোগ করতে পারবেন অতিথিরা।
কী কী থাকছে সেই মেনুতে? নাম শুনলেই মজা পাবেন। স্পেশাল এই মেনুতে রয়েছে স্কোয়ার অফ- নওয়াবি পনির টিক্কা, মাটন শামি কাবাব, ক্লিন বোল্ড- কেসরি আনারি মুর্গা টিক্কা, গুগলি চিজ চিকেন শিক কাবাব, গালি পয়েন্ট- ড্রাগন রোল ভেজ, হাউজ্যাট চিকেন মাশরুম ইন ব্ল্যাক পেপার সস, থার্ড আম্পায়ার- মাস্টার্ড মায়ো দিয়ে প্যাপরিকা ফিশ চাঙ্কস এবং রান আউট- সালসা দিয়ে ক্রিস্পি ফ্রাইড চিকেন ফিঙ্গার।
সমস্ত খাবারেরই দাম ২২০ টাকা থেকে ৩৯০ টাকার মধ্যে। ক্রিকেটের ভাষা মেনেই এই মেনুগুলির বিশেষ নামকরণ করা হয়েছে। এই সমস্ত স্ন্যাকস ছাড়াও মিলবে ভারতীয়, চাইনিজ কন্টিনেন্টাল সহ অন্যান্য সমস্ত মাল্টি কুইজিন সুস্বাদু খাবার, যা বাকি দিনগুলিতেও পাওয়া যায়। রসনা তৃপ্তির জন্য বিশেষ মেনুর পাশাপাশি সেগুলিও চেখে দেখতে পারবেন অতিথি এবং ক্লাবের সদস্যরা।
এবার বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফি যে ভারতেরই হাতে উঠবে এ ব্যাপারে একপ্রকার নিশ্চিত ক্লাবের ম্যানেজার (অপারেশন) সঞ্জয় কর্মকার। "আমাদের সদস্যদের সকল অতিথিকে ফাইনাল ম্যাচের এই লাইভ স্ক্রিনিংয়ে স্বাগত জানাই। আমরা আমাদের ক্লাবে এই বিশ্বকাপের ফাইনাল স্ক্রিনিং আয়োজন করতে পেরে খুব খুশি। আমরা সেমিফাইনাল ম্যাচের জন্যও একই কাজ করেছিলাম। আমরা আশাবাদী, এইবারের বিশ্বকাপ ভারতের হাতেই উঠবে," জানিয়েছেন তিনি।
কী ভাবছেন? একে রবিবার, তার উপর ফাইনাল ম্যাচ। দিনটা জমিয়ে কাটাতে চাইলে অবশ্যই সময় করে চলে যান প্রিন্সটন ক্লাবে। আফসোস করবেন না, গ্যারান্টি।
আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে যোগাযোগ করুন: +৯১ ৮০১৩৯ ৫৪৮৮৩