Mango Mania
ম্যাঙ্গো ম্যানিয়া প্রিন্সটন ক্লাব
শেষ আপডেট: 17th June 2024 18:11
দ্য ওয়াল ব্যুরো: গরমকাল মানেই আমের মরসুম। কাঁচা আম দিয়ে টক-ডাল থেকে শুরু করে পাকা আমের আম-ক্ষীর-এমন নানা ধরনের আমের পদে মজে থাকে আমবাঙালি।এবার আমপ্রেমীদের মন কাড়তে কলকাতার প্রিন্সটন ক্লাবে শুরু হয়েছে আম উৎসব। মেনুতে থাকছে কাঁচা আম পাকা আম দিয়ে তৈরি রঙবাহারি ফিউশন পদ। জিভে জল আনা আমের নতুন নতুন পদের স্বাদ নিতে যেতে হবে প্রিন্স আনোয়ার শাহ রোডের প্রিন্সটন ক্লাবে। আগামী ২৩ জুন পর্যন্ত চলবে এই আম উৎসব। মেনুতে কী কী পাবেন? দেখুন ভিডিয়োতে। অবশ্যই দ্য ওয়াল-এর ঘরেবাইরেতে।