শেষ আপডেট: 3rd October 2023 15:03
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর ঠিক আগেই ফের বাড়ল কেরোসিন তেলের দাম। অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই লিটারে সাড়ে ৪ টাকা দাম বাড়ানো হয়েছে। গত তিন মাসে দফায় দফায় কেরোসিনের দাম ২১ টাকা বেড়েছে। যার জেরে এখন ডিলারদের কাছ থেকে লিটার পিছু ৮০ টাকার বেশি দামে গ্রাহকদের কেরোসিন তেল কিনতে হবে। পরিবহণ এবং অন্য খরচ যুক্ত হয়ে এই দামেই আপাতত ডিলারদের থেকে ‘গরিবের জ্বালানি’ পাবেন ক্রেতারা ।
বর্তমানে এলপিজি সিলিন্ডারে রান্না বেশি হলেও, আমাদের দেশে এখনও দরিদ্র পরিবারগুলির কেরোসিন তেলই ভরসা। আর সেই জ্বালানির অগস্ট মাসে দাম বেড়েছিল ৬ টাকা। এরপর সেপ্টেম্বর মাসে এক ধাক্কায় এগারো টাকা বাড়ানো হয়। আর এবার তার উপর যোগ হল আরও সাড়ে চার টাকা। ফলে সবমিলিয়ে গত তিন মাসে রাজ্যে কেরোসিন তেলের দাম ২১ টাকা বাড়ল।
দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।
২০২০ সালের মার্চ মাস থেকে কেরোসিন তেলের উপর ভর্তুকি তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেসময় কেন্দ্রের তরফে বলা হয়েছিল, আন্তর্জাতিক বাজারে তেলের দাম যেমন হবে, দেশে কেরোসিন তেলের মূল্য সেভাবে নির্ধারিত হবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে সে কথা রাখা হয়নি বলেই অভিযোগ কোরোসিন তেলের ডিলারদের। তাঁদের দাবি, বর্তমানে স্থানীয় বাজারে যে দামে কেরোসিন পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম আদপেই অতটা নয়। এই প্রেক্ষিতে সম্প্রতি কেরোসিন তেলের দাম নির্ধারণ নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলাও দায়ের হয়েছে। সেই মামলায় কেরোসিন তেলের দাম নির্ধারণ করতে কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট নীতি তৈরির নির্দশ দিয়েছিল উচ্চ আদালত। কিন্তু সেই রায়ের পরেও ফের এই জ্বালানির দাম বৃদ্ধি করা হয়েছে বলেই অভিযোগ।
বার বার কেরোসিন তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গ কেরোসিন তেল ডিলার্স অ্যাসোসিয়েশনের আধিকারিকেরা গত সেপ্টেম্বর মাসের ২১ তারিখে পেট্রোলিয়াম মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। সেই বৈঠকের পরেও কেরোসিন তেলের দাম কমার কোনও আশ্বাস মেলেনি। শুধু রান্নাই নয়, রাতের অন্ধকারে দরিদ্র মানুষের ঘরে এখনও হ্যারিকেন ব্যবহার করা হয় যার জ্বালানি হল এই কেরোসিনই। তাই এই কেরোসিন তেলের দাম বৃদ্ধিতে চিন্তার ভাঁজ পড়েছে সকলের কপালেই।