শেষ আপডেট: 27th September 2019 13:34
দ্য ওয়াল ব্যুরো: কথামতোই কাজ। গত ২৩ সেপ্টেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছিলেন, এ সপ্তাহের মধ্যেই বর্ধিত বেতন কাঠামোর ব্যাপারে নিয়মকানুন ঘোষণা করে দেওয়া হবে। সেই মোতাবেক আজ শুক্রবার, মহালয়ার প্রাক সন্ধ্যাতেই রিভিশন অব পে অ্যান্ড অ্যালাওয়েন্সেস ২০১৯ (রোপা রুল) জারি করে দিল নবান্ন। নতুন বেতন কাঠামো ২০২০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন বেতন কাঠামো কেমন হবে তার একটা আন্দাজ গত ২৩ তারিখ দিয়েছিলেন অর্থমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, বর্তমানে মূল বেতন তথা গ্রেড পে ও ব্যান্ড পে যদি কারও ১০০ টাকা হয়। তা হলে মহার্ঘ্য ভাতা সহ তিনি ২২৫ টাকা পান। নতুন বেতন কাঠামোয় ওই ২২৫ টাকার উপর ১৪.২ শতাংশ বেতন বাড়বে। তা ছাড়া ২০১৬ সাল থেকে ৩ শতাংশ করে আরও ৯ শতাংশ (নোশনাল ইনক্রিমেন্ট) বেতন বাড়ানো হবে। অর্থাৎ যিনি মহার্ঘ্য ভাতা সহ ২২৫ টাকা পেতেন এখন পাবেন ২৮০ টাকা ৯০ পয়সা।