শেষ আপডেট: 27th September 2019 14:05
দ্য ওয়াল ব্যুরো: ষষ্ঠ বেতন কমিশন প্রসঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের সাধারণ ধারণা ছিল, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে বর্ধিত বেতন কাঠামো অনুযায়ী বকেয়া টাকা তথা এরিয়ার দেওয়া হবে। কিন্তু সেই ধারণারও এ ব্যাপারে যাবতীয় আশা জলেই গেল। শুক্রবার সন্ধ্যায় নতুন বেতন কাঠামোর বিষয়ে রোপা রুল ২০১৯ (রিভিশন অব পে অ্যান্ড অ্যালাওয়েন্সেস) জারি করল নবান্ন। তাতে পষ্টাপষ্টি জানিয়ে দেওয়া হল, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে কর্মচারীরা কোনও এরিয়ার তথা বকেয়া টাকা পাবেন না।