শেষ আপডেট: 30th October 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো: ফের বাড়ল ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ। এই নিয়ে মোট চার বার বাড়ানো হলো বেতন কমিশনের মেয়াদ। ষষ্ঠ বেতন কমিশন প্রথমে ছয় মাসের জন্য গঠন করা হয়েছিল। তার পর ২০১৬ সালের ২৫ মে ছয় মাসের জন্য বাড়ানো হয় কমিশনের মেয়াদ। এর পর ওই বছরেরই ১০ নভেম্বর এক বছরের জন্য ও ২০১৭ সালের ২৭ নভেম্বর আরও এক বছরের জন্য বাড়ানো হয় মেয়াদ। এ বার আবার ছয় মাসের জন্য বাড়ল মেয়াদ। আগামী ২৭ নভেম্বর থেকে ফের ছয় মাসের জন্য বাড়ছে মেয়াদ। ফলে প্রথমে ছয় মাসের জন্য গঠনের পর থেকে চার দফায় মোট তিন বছর বাড়ল বেতন কমিশনের মেয়াদ।