শেষ আপডেট: 1st December 2023 11:32
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারের ৫৪ লাখ কর্মচারীর জন্য খারাপ খবর দিলেন নরেন্দ্র মোদী সরকারের অর্থ সচিব। জানালেন, কর্মচারী, অফিসারদের জন্য অষ্টম বেতন কমিশন গড়ার কোনও পরিকল্পনা নেই মোদী সরকারের।
হিসাব মতো চলতি বছরে বেতন কাঠামো সময়োপযোগী করতে নতুন কমিশন গড়ার কথা। কিন্তু অর্থ সচিব টিভি সোমনাথন শুক্রবার জানিয়েছেন, সরকারের এমন কোনও পরিকল্পনা নেই।
সাধারণত ভোটের মুখে কর্মচারীদের খুশি রাখতে বেতন কমিশন গড়ে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি। ২০১৩ সালে ইউপিএ সরকার সপ্তম বেতন কমিশ গড়েছিল। যদিও একথাও ঠিক কর্মচারীদের খুশি করে গদি বাঁচেনি সেই সরকারের।
কেন্দ্র কমিশন গড়লে রাজ্যগুলিও নিজেদের কর্মচারীদের জন্য একই পদক্ষেপ করে। এখন দেখার কমিশন না গড়াতেও রাজ্য সরকারগুলিও একই পথে হাঁটে কিনা।
ওয়াকিবহাল মহল অবশ্য মনে করছে, এই ঘোষণা খুব অপ্রত্যাশিত ছিল না। কারণ, বিগত বেতন কমিশন বেতন কাঠামোর যে নয়া নিয়ম তৈরি করে দিয়েছে, তাতে দশ বছর পর পর পরিবর্তন জরুরি নয়। কেন্দ্রীয় কর্মীদের বছরে দু'বার বেতন বৃদ্ধির ফলে মাইনের অঙ্ক এখন বেশ ভাল।
তারপরেও বেতন কমিশন না গড়ার সিদ্ধান্ত কর্মচারীদের জন্য খারাপ খবর।