শশী ভূষণ সিং তোমর
শেষ আপডেট: 4th September 2024 18:55
দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েকদিন ধরে বিতর্কের মুখে অনুভব সিনহার ‘আইসি ৮১৪:-দ্য কান্দাহার হাইজ্যাক’ ওয়েব সিরিজ়। ১৯৯৯ সালে বিমান হাইজ্যাকের ঘটনা নিয়ে তৈরি করা হয়েছে সিরিজ়টি। মুক্তির পর থেকে এই ওয়েব সিরিজ় নিয়ে উঠছে একের পর এক অভিযোগ। ছবির অনেক দৃশ্য নিয়েই সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এই সিরিজে এমন একটি দৃশ্য আছে, যা অবশ্যই মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।
সিরিজ়ের এক জায়গায় দেখানো হয়েছে, দিল্লিতে ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের আধিকারিকরা খবর পান যে, বিমানে একজন বিশেষ ব্যক্তি উপস্থিত রয়েছে। তিনি কে ছিলেন? পরে সংবাদমাধ্যমের মাধ্যমে জানা যায়, যাত্রীদের তালিকা থেকে একজনের নাম বাদ পড়েছে। অথচ বিমানের '১৬সি' নম্বর সিটে তিনি বসে ছিলেন। তাহলে যাত্রীদের তালিকা থেকে সেই ব্যক্তির নাম কেন বাদ পড়ল? কে ছিলেন সেই ব্যক্তি?
ভারতীয় এয়ারলাইন্সের ফ্লাইট আইসি ৮১৪ পাকিস্তানি সন্ত্রাসীরা হাইজ্যাক করে। তারা বিমানটিকে দিল্লির পরিবর্তে অমৃতসর, লাহোর এবং দুবাই হয়ে কাবুল, আফগানিস্তানে নিয়ে যায়। সেই বিমানটিতে থাকা ১৭৯ জন যাত্রী ও ক্রু সদস্যের বিমানের মধ্যেই টানা আটদিন আটকে রাখা হয়েছিল।
সন্ত্রাসীরা জানতেন না যে ১৭৯ জন যাত্রী ও ক্রু সদস্যের মধ্যে একজন রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW) এজেন্ট ছিলেন। তাঁর নাম শশী ভূষণ সিং তোমর। দিল্লিতে বসে থাকা কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে এই তথ্য জনগণের কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন। নাহলে এই তথ্য সন্ত্রাসীদের কাছে পৌঁছতে পারত।
এ এস দুলাত, যিনি তৎকালীন রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং -এর প্রধান ছিলেন, তাঁর 'কাশ্মীর: দ্য বাজপেয়ী ইয়ার্স' বইয়ে এটি লিখেছেন। অমৃতসরের কমান্ডোরা বিমানে ঢোকার জন্য প্রস্তুত ছিল। কিন্তু শশী ভূষণ সিং তোমর ভিতরে থাকায় পাঞ্জাব ন্যাশনাল গার্ড বিমানে ঢুকতে পারেনি।