শেষ আপডেট: 29th July 2024 14:18
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ডোমজুড়ে ১১৬ নম্বর জাতীয় সড়কের উপর দুটি বাসের সংঘর্ষে জখম হলেন ১২ জন যাত্রী। তাদের ডোমজুড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল এগারোটা নাগাদ ডোমজুড়ের অঙ্কুরহাটি চেকপোস্ট থেকে ১০০ মিটার দূরে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামবাজার আমতা রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি বাসকে ধাক্কা মারে। তাঁদের অনুমান, ব্রেকফেল করেই এই দুর্ঘটনা। আহত যাত্রীরা জানান, তাঁরা শ্যামবাজার থেকে ওই বাসটিতে আমতা যাচ্ছিলেন। অঙ্কুরহাটির কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি বাসের পিছনে সজোরে ধাক্কা মারে। বাসের মধ্যে ছিটকে পড়েন অনেক যাত্রী।
বিকট শব্দ ও যাত্রীদের আর্তনাদ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ। তাঁরাই যাত্রীদের উদ্ধার করে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে পাঠায়। দুটি বাসের চালককেই আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ব্রেকফেল হওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।