শেষ আপডেট: 25th July 2024 13:34
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের একটি বাস আরামবাগ ডিপো থেকে ধর্মতলায় যাচ্ছিল। যাত্রী বোঝাই বাসটি অহল্যা বাই রোড ধরে যাওয়ার সময় চণ্ডীতলার কলাছড়ার কাছে আসতেই ঘটে বিপত্তি। বাসের সামনের ডানদিকের একটি চাকা খুলে বেরিয়ে যায়। চাকাটি ছিটকে গিয়ে পড়ে রাস্তার পাশের একটি পুকুরে।
চাকা খুলে যাওয়ায় বাসটির ভারসাম্য হারিয়ে যায়। ওই অবস্থাতেই কিছুটা দূর নিয়ে গিয়ে চালক বাসটিকে কোনওমতে দাঁড় করিয়ে দেন। বিপদ বুঝে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে ঘটনায় কেউ হতাহত হননি।
চালক শেখ শাহাবুদ্দিন জানিয়েছেন, আরামবাগ থেকে বাস ছাড়ার পর সোদপুরের কাছে চাকা থেকে আওয়াজ হচ্ছিল।শিয়াখালাতেও সেই আওয়াজ হয়। বাস থামিয়ে একবার দেখা হয়। তারপর বাস চলতে থাকে। গতিবেগ ছিল ৪০ থেকে ৪৫ কিলোমিটার। তিনি বলেন, "হঠাৎ করেই সামনের চাকা খুলে বেরিয়ে যায়। বাস ডানদিকে হেলে পড়ে। সেই অবস্থায় ব্রেক কষলে বাস উল্টে যাওয়ার সম্ভাবনা ছিল। যাত্রীদের কথা ভেবে একটা চাকা ছাড়া ওই অবস্থাতেই বাস কিছুদূর নিয়ে যাই।তারপর গতি কমিয়ে বাস দাঁড় করিয়ে দিই।"
চালকের তৎপরতায় রক্ষা পেয়ে বাসের যাত্রী উৎপল দত্ত-কৃষ্ণেন্দু চক্রবর্তীরা বলেন, "মৃত্যুর হাত থেকে বেঁচে গেছি।চালকের উপস্থিত বুদ্ধিতে। সরকারি বাসে রক্ষণাবেক্ষণের অভাব আছে এই ঘটনা থেকে তা স্পষ্ট।"