তালা ঝোলানোর আগে পার্টি অফিস থেকে পতাকা খুলে নিচ্ছেন কর্মীরা। নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 18th July 2024 23:18
দ্য ওয়াল ব্যুরো: এবার দলের একাংশ নেতার বিরুদ্ধেই সরকারি জমি জবরদখল করে লোক বসানোর অভিযোগে পার্টি অফিসে তালা ঝোলালেন তৃণমূলের কর্মীরা। বৃহস্পতিবার নজিরবিহীন ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভা কেন্দ্রের রাধামোহনপুর অঞ্চলের তুড়িয়া এলাকায়।
কর্মীদের অভিযোগ, নেতৃত্বকে বারংবার জানিয়েও সমস্যার সুরাহা না হওয়ায় পার্টি অফিসে তালা ঝোলানোর সিদ্ধান্ত। ঘটনাটিকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে এলাকায়।
প্রসঙ্গত, সরকারি জমি জবর দখলের প্রশ্নে সম্প্রতি নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। জানিয়েছিলেন, "সরকারি জমি জবরদখল বরদাস্ত করা হবে না। সে যেই হোক না কেন।"
এমনকী মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলিগুড়ির তৃণমূল নেতা ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লকের তৃণমূল সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করেছিল পুলিশ। পরে একই অভিযোগে ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লকের তৃণমূলের সহ-সভাপতি তথা শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের সদস্য গৌতম গোস্বামীকেও দিল্লি থেকে গ্রেফতার করে পুলিশ।
ডেবরার তুড়িয়া অঞ্চলের তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও বুথ সভাপতি তারক কুন্ডুর অভিযোগ, এলাকায় সেচ দফতরের কিছু জমি রয়েছে। সেই খাস জমিগুলি জবরদখল করে টাকার বিনিময়ে সেখানে লোক বসাচ্ছেন নেতারা। বেছে বেছে বিজেপির লোকেদের ওই খাস জমিতে বসানো হচ্ছে বলেও অভিযোগ। নেতৃত্বকে জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় তারকের নেতৃত্বে কয়েকশ তৃণমূল কর্মী বৃহস্পতিবার পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন।
বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি প্রদীপ কর। অন্যদিকে ঘটনাকে সামনে রেখে তৃণঁমূলের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপির ব্লক নেতা কাশীনাথ বসু। তিনি বলেন, "বখরাকে কেন্দ্র তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বর্হিপ্রকাশ। এটাই তো ওদের দলের চরিত্র।"