শেষ আপডেট: 13th July 2024 17:58
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: এবার ছেলেধরা সন্দেহে গণপিটুনি ডানকুনিতে। তবে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে তৃণমূলের পার্টি অফিসে ঢুকিয়ে দেন ডানকুনি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি। পরে পুলিশ এসে জনরোষ থেকে বাঁচিয়ে ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলঘরিয়ার বাসিন্দা রাহুল পাত্র ডানকুনিতে এসেছিলেন আত্মীয় বাড়িতে। শনিবার দুপুরে আড়াই বছরের ছেলেকে নিয়ে ডানকুনি বাজারে গিয়েছিলেন। সেখানে একটি দোকান থেকে চিপস কিনে ছেলেকে দিতে গিয়ে দেখেন এক ব্যক্তি তার ছেলেকে কোলে তুলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। শিশুটির বাবা চেঁচামেচি শুরু করেন। লোক জড়ো হয়ে যায়।
অভিযুক্ত ব্যক্তিকে ছেলেধরা সন্দেহ করে শুরু হয় মারধর। ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি খবর পেয়ে চলে আসেন। অভিযুক্তকে জনতার হাত থেকে বাঁচিয়ে কোনওমতে অফিসে ঢুকিয়ে দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই ব্যাক্তিকে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম পাপু ভাবা। বাড়ি অসমের নওগাঁওতে। কী কারণে তিনি অসম থেকে ডানকুনিতে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।
কখনও চোর সন্দেহে, কখনও ছেলেধরা সন্দেহে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে গণপিটুনির ঘটনা। পুলিশের পক্ষ থেকে বারবার সচেতন করা হলেও এই প্রবণতা বন্ধ করা যাচ্ছে না। শুক্রবার বর্ধমানে দু-দু'টি গণপিটুনির ঘটনা ঘটে। শনিবার ডানকুনি পুরসভার কাউন্সিলর শুভজিৎবাবু নিজে উদ্যোগী না হলে এখানেও বড় কোনও ঘটনা ঘটে যেতে পারত বলে মনে করছে পুলিশ।