ফাইল ছবি।
শেষ আপডেট: 26th July 2024 18:17
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত বলিউড সুপারস্টার দিলীপ কুমারের বান্দ্রার বাংলো ভেঙে তৈরি হল বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। গত বছর থেকেই শোনা যায়, বান্দ্রার পালি হিলে অবস্থিত অভিনেতা দিলীপ কুমারের বাংলো ভেঙে বিলাসবহুল আবাসন তৈরি হচ্ছে। বলিউডের অভিনেতাদের এমন একাধিক সুবিশাল বাংলো-সহ বিপুল সম্পত্তির নজির কম নয়। অভিনেতারা মারা যাওয়ার পরে ভাঙন ধরে বহু সম্পত্তিতেই।
দিলীপ কুমারের এই পালি হিলস বাংলোর জমি নিয়ে আইনি জটিলতা চলছিল বছর পাঁচেক ধরে। এ জন্য মানহানির মামলাও দায়ের করেছিলেন দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু। অভিযোগ ছিল, অন্য এক সংস্থার তরফে বেআইনিভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে সম্পত্তি। গত বছরে সেসব আইনি জটিলতা কাটায় বিলাসবহুল আবাসন তৈরি হল শেষমেশ।
১৯৫৪ সালে এই জমি কিনে বাংলোটি তৈরি করেছিলেন দিলীপ কুমার। তখন দাম ছিল ১.৪ লক্ষ টাকা। সে সময়ের নিরিখে বিশাল অঙ্কের টাকা।
বছর তিনেক আগে অভিনেতা মারা যাওয়ার পর থেকেই শুরু হয় বাংলো ভাঙার তোড়জোড়। তবে নানা আইনি জটিলতায় তা আটকে যায়।
শেষে, ঝামেলা মেটার পরে আশার গ্রুপ নামের এক সংস্থা বাংলোটি কিনে আবাসন তৈরির কাজ শুরু করে। মোট বাজেট ছিল ৯০০ কোটি টাকা।
সাড়ে ৯ লক্ষ স্কোয়ারফুটের এই অ্যাপার্টমেন্টের ৯, ১০ এবং ১১ তলা জুড়ে রয়েছে সমুদ্রমুখী ট্রিপলেক্স। ১৭২ কোটি টাকায় সেটা কিনে নিয়েছে অ্যাপকো ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেড।
দিলীপকুমারের ব্যবহত জিনিসপত্র, পোশাকআশাক ও নানা দুষ্প্রাপ্য ছবি দিয়ে একটি মিউজিয়ামও করা হচ্ছে এই আবাসনে। মিউজিয়াম দেখতে আসা অতিথিদের জন্য থাকছে আলাদা প্রবেশদ্বার।