শেষ আপডেট: 18th March 2023 13:22
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে টলিউডের একাধিক ব্যক্তির জড়িত থাকার অভিযোগ উঠেছে। যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। এবার আর এক টলি তারকা তথা শাসকদলের সাংসদ দেবের (Dev) বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন তাঁরই আবাসনের এক বৃদ্ধ দম্পতি (old couple)। তাঁর দাবি, দেবের ফ্ল্যাটে মাঝরাতেও গানবাজনা, তীব্র শব্দ হয়, যা তাঁদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে, মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে। এই বিষয়ে মুখ খুলেছেন শাসকদলের অপর এক নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
জানা গেছে, ২০১৫ সালে সাউথ সিটি আবাসনের ২৮ তলায় একটি ফ্ল্যাট কেনেন অবসরপ্রাপ্ত জকি নিকোলাস বার্ড। স্ত্রী ও মেয়েকে নিয়ে সেখানেই থাকেন তিনি। এদিকে ঠিক তার উপরের তলাতেই থাকেন দেব। অভিযোগ, টলিউড তারকা এখন সেই ফ্ল্যাটটাই অফিস বানিয়ে সাউন্ড রেকর্ডিং-সহ নানারকম কাজ করছেন। এতেই যত সমস্যা। কারণ, ২০১৮ সালে ব্রেন স্ট্রোক হয় নিকোলাস বার্ডের স্ত্রী'র। এদিকে দেবের অফিসের ওই সাউন্ড রেকর্ডিংয়ের শব্দে স্ত্রীর অসুস্থতা দিনের পর দিন আরও বাড়ছে বলে দাবি নিকোলাসের।
তাঁর কথায়, "আমি দেবকে এই বিষয়ে সরাসরি অভিযোগ জানিয়েছিলাম। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।" এবার এতেই ক্ষুব্ধ হয়ে শেষমেশ হাইকোর্টে (Calcutta High Court) মামলা করলেন তিনি। যদিও এক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপ করেনি হাইকোর্ট। তাঁদের দু'জনকে কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation) যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্রের খবর, হাইকোর্ট এ বিষয়ে কলকাতা পুরসভার অবস্থানও জানতে চেয়েছে। এ বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুরসভাও।
তবে এদিন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, "তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধে মামলা হয়েছে, আমি শুনেছি। এই বিষয়ে আমার বিশেষ কোনও কথা বলার নেই। তবে নিজের বাসস্থান কিছু কিছু ক্ষেত্রে ব্যবসার কাজে ব্যবহারের অনুমতি দেওয়া হয়। এক্ষেত্রে কী করা হবে, তা শীঘ্রই ঠিক করা হবে।"
মধ্যশিক্ষা পর্ষদ কি অতৃপ্ত আত্মার নির্দেশে নিয়োগ দিয়েছিল? প্রশ্ন হাইকোর্টের